মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা ভ্রাতৃত্রয়ের ৫৩তম মৃতু্যবার্ষিকী আজ ১৫ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে মহান স্বাধীনতাসংগ্রামে আত্মোৎসর্গকারী অত্র এলাকার মহান মুক্তি সংগ্রামের অগ্রপথিক শহীদ বীর মুক্তিযোদ্ধা বদিউজ্জামান (বদি মেম্বার) ও তার ২ ভাই শহীদ বীর মুক্তিযোদ্ধা শাহজাহান (এমএসসি) ও শহীদ মুক্তিযোদ্ধা করিমুজ্জামান ওরফে মুকুল জাহান বিএ মারা যান। মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের এক দিন আগে ১৫ ডিসেম্বর রাতে ঢাকা শহরের গেরিলাযুদ্ধে অংশ নেওয়া শেষে মধ্যরাতে বাসায় ফেরার পথে ওত পেতে থাকা পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর এদেশীয় রাজাকার, আলবদর ও আল-সামস বাহিনী দ্বারা অপহৃত হন। পরে তাদের নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয়। বিজয় দিবসে তাদের অনেক জায়গায় খোঁজাখুঁজির পর রায়েরবাজার বদ্ধভূমিতে অগণিত শহীদ বুদ্ধিজীবী ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের অসংখ্য লাশের মধ্যে থেকে তাদের লাশ ইটখোলার কাদাযুক্ত জলাশয়ের মধ্যে হাত-পা বাঁধা অবস্থায় খুঁজে পাওয়া যায়। পরে গোপীবাগ জামে মসজিদে জানাজা শেষে গোপীবাগ পঞ্চায়েত কমিটির কবরস্থানে তাদের লাশ দাফন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি