রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

গাজীপুরে এক পক্ষের চাঁদা তোলা নিয়ে আরেক পক্ষের হামলায় যুবক নিহত

প্রতিনিধি গাজীপুর
  ২৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০
গাজীপুরে এক পক্ষের চাঁদা তোলা নিয়ে আরেক পক্ষের হামলায় যুবক নিহত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বেকারি দোকান থেকে এক পক্ষের চাঁদা তোলা নিয়ে আরেক পক্ষের হামলায় যুবক নিহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার উলুসাড়া চকিদারেরটেক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম আবুল কালাম (২৬)। তিনি চাঁদাবাজির সঙ্গে জড়িত বলে পুলিশের দাবি। তার বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ফজিয়া গ্রামে। তবে তিনি কালিয়াকৈরের কালামপুর খাজারডেক এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়াকৈরের উলুসাড়া এলাকায় পিচ্চি আকাশ ও শাহরিয়ার নাফি নামে দুটি পক্ষ বেশ কিছুদিন ধরে হারুনুর রশিদের আলস্নাহর দান বেকারিতে চাঁদার জন্য হুমকি দিয়ে আসছিলেন।

শনিবার রাত পৌনে ৮টার দিকে পিচ্চি আকাশকে না জানিয়ে আবুল কালাম, শাহরিয়ার নাফিসহ কয়েকজন হারুনের বেকারিতে চাঁদা তুলতে যান। খবর পেয়ে পিচ্চি আকাশ তার দলবল নিয়ে সেখানে উপস্থিত হয়ে শাহরিয়ার ও আবুল কালামের ওপর হামলা চালান। এ সময় তাদের এলোপাতাড়ি মারধর করা হয়। পরে বেকারির মালিক হারুন ও তার কর্মীরা গুরুতর আহত অবস্থায় আবুল কালামকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কালাম মারা যান। খবর পেয়ে কালিয়াকৈর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্তের জন্য লাশটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঘটনার পর থেকে অভিযুক্ত পিচ্চি আকাশ পলাতক থাকায় এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, 'হামলায় যুবক নিহতের ঘটনায় কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে