বিএনপির সাবেক এমপি ও অবিভক্ত ঢাকা মহানগর বিএনপি সহ-সভাপতি এস এ খালেক আর নেই (ইন্না লিলস্নাহ্তে-রাজিউন)। রাজধানীর মিরপুর আসন থেকে পাঁচবারের সংসদ সদস্য এস এ খালেক দীর্ঘ দিন ধরেই নানা রোগে আক্রান্ত। রোববার বিকালে গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃতু্যবরণ করেন। তার বয়স হয়েছিলো ৯৭ বছর।
তার ছোট ছেলে এস এ সিদ্দিক সাজু বলেন, তার বাবা দীর্ঘদিন ধরেই বাধ্যর্ক্যজনিত নানা জটিলতায় চিকিসার মধ্যে ছিলেন। বুধবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিলো।
পরিবারের সদস্যরা জানান, আজ সোমবার বেলা ১২ টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে. দুপুর ২টায় মিরপুর বাংলা কলেজ প্রাঙ্গনে নামাজা জানাজা শেষে গাবতলী মিরপুর শাহী মসজিদ পারিবারিক করব স্থানে দাফন করা হবে।