মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

চট্টগ্রাম আদালতের ১৯১১ নথি গায়েব পিপির জিডি

চট্টগ্রাম বু্যরো
  ০৭ জানুয়ারি ২০২৫, ০০:০০
চট্টগ্রাম আদালতের ১৯১১ নথি গায়েব পিপির জিডি

চট্টগ্রাম আদালতের প্রায় দুই হাজার মামলার নথির হদিস মিলছে না; সেগুলোর মধ্যে হত্যা, মাদক, চোরাচালান, বিস্ফোরণ, হত্যাচেষ্টাসহ বিভিন্ন মামলার নথি আছে বলে জানিয়েছেন আইনজীবীরা।

মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মফিজুল হক ভুঁইয়া বলেন, '১ হাজার ৯১১টি মামলারন নথির খোঁজ পাওয়া যাচ্ছে না।' এ ঘটনায় রোববার নগরের কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলেও জানিয়েছেন পিপি।

কোতোয়ালী থানার ওসি আবদুল করিম বলেন, 'এ ঘটনায় জিডি হয়েছে। তদন্ত করতে আমাদের ঊর্দ্ধতন কর্মকর্তারা সকালে আদালতে গিয়েছিলেন।'

গত বছরের ১৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর আদালতে অবকাশকালীন ছুটি ছিল। ওই ছুটি চলাকালে এসব নথি হারিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। ছুটি শেষে বিষয়টি জানাজানি হয়েছে বলেও জানিয়েছেন এই আইনজীবী।

মফিজুল বলেন, 'কার্যালয়ের সামনে রাখা নথিগুলো ছুটির পর এসে আর পাচ্ছি না। আমার অফিসে আর নথি রাখার জায়গা নেই। কিছুদিন আগে আমি দায়িত্ব নিয়েছি। এর আগে থেকেই সেগুলো বারান্দায় ছিল। নথি রাখার জন্য রুম চেয়েও পাইনি। এখন আমি একটি মিটিং এ আছি। পরে বিস্তারিত বলব।'

আদালত ভবনের তৃতীয় তলায় মহানগর দায়রা জজ আদালত। এর পাশেই মহানগর পিপির কার্যালয়। কার্যালয়ে মহানগর দায়রা জজের অধীন ৩০টি আদালতের নথি থাকে। সেখানে স্থান সংকুলান না হওয়ায় পিপি কার্যালয়ের সামনের বারান্দায় পস্নাস্টিকের বস্তায় হারিয়ে যাওয়া এসব নথি রাখা ছিল গত বছরের এপ্রিল থেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে