বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন রবীন্দ্র স্বরণীতে সাব্বির হোসেনকে হত্যা মামলায় পুলিশের সাবেক আইজিপি আব্দুলস্নাহ আল মামুন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সোমবার মামুনকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত করা হয়। এরপর সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তা আব্দুর রহমান ভুইয়া তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। এসময় আসামিপক্ষের আইনজীবী এর বিরোধিতা করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমানের আদালত মামুনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।