দূষিত বাতাস নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষস্থানে ছিল রাজধানী ঢাকার মান। শনিবার সকাল ৯টা ৩১ মিনিটে ২৫৭ একিউআই স্কোর নিয়ে জনবহুল শহরটি মানুষের স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।
শুক্রবারও বাতাসের মান ছিল নাগরিকদের জন্য 'খুবই অস্বাস্থ্যকর'। একিউআই সূচক অনুসারে, কণা দূষণের একিউআই মান ২০১ থেকে ৩০০ এর মধ্যে চলে এলে 'খুব অস্বাস্থ্যকর' বলে মনে করা হয়।