শুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

বইমেলা

হানিফ রাজা
  ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
বইমেলা

বইয়ের মেলা ওঠে জমে

ফেব্রম্নয়ারি মাসে,

1

লেখক পাঠক মিলেমিশে

মেলায় ঘুরতে আসে।

খুশির জোয়ার বইছে হৃদে

নতুন বইয়ের ঘ্রাণে,

প্রিয় কবির বইটি পেয়ে

লাগে দোলা প্রাণে।

জ্ঞানীগুণী চারিপাশে

দেখতে সবে পাবে,

বইমেলাতে প্রতি বছর

লেখক পাঠক যাবে।

বইমেলাতে লেখক পাঠক

একই সাথে মিলে,

স্মৃতির পাতায় মিলন মেলা

রাখি গেঁথে দিলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে