তুমিই হবে সেরা মোকাদ্দেস-এ-রাব্বী
বিকালবেলা তোত্তোচান বইটা পড়ছিল তুবা। হঠাৎ করে ঘরে ঢুকল শিহাব। শিহাব তুবার ছোট ভাই। অন্য বই পড়া দেখে- শিহাব তুবা আপুকে বলল, দাঁড়া, 'এখনই আম্মুকে বলে দিচ্ছি। তুই স্কুলের বই না পড়ে অন্য বই পড়ছিস।'
শুনেই ভয় পায় তুবা। চট করে