শুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

হাতির কান্ড

সফিউলস্নাহ লিটন
  ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
হাতির কান্ড

একদা এক পোষ্য হাতির

মেজাজ গেল চটে

1

হঠাৎ করেই বসল চেপে

তার মাহুতের পিঠে।

আমায় নিয়ে ঘুরবি এবার

সারা শহর চল

পার পাবি না ওরে মাহুত

যতই করিস ছল।

চুন থেকে পান খসলে পরে

আঘাত করিস গায়ে

তোর বেলাতেও অমন হলে

পিষব তোকে পায়ে।

হাতির এমন কান্ড দেখে

হচ্ছে জড়ো লোক

পায়ের ভরে মাহুত বেটার

যাচ্ছে ভেঙে বুক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে