বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডুবোচরে আটকেপড়া বোট থেকে ১৮ জন ক্রুকে জীবিত উদ্ধার

নতুনধারা
  ০৯ ডিসেম্বর ২০২১, ০০:০০

বাঁশখালীর অদূরে সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ডুবোচরে আটকেপড়া বোট থেকে ১৮ জন ক্রুকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। মঙ্গলবার মধ্যরাতে নৌবাহিনী জাহাজ তিতাস বাঁশখালীর অদূরে গেন্ডামারা কয়লাভিত্তিক বিদু্যৎ কেন্দ্রের পাশে ডুবোচরে আটকেপড়া 'এফ ভি মদিনা' নামের বোট থেকে ১৮ জন ক্রুকে জীবিত উদ্ধার করে। উদ্ধারকৃত ক্রুরা হলেন- আ. মান্নান (ম্যানেজার), মো. সিদ্দিক মাঝি, জামাল উদ্দিন, আলাতাফ হোসেন, আ. রহিম, মো. লেডু, তালাল আহম্মেদ, রেজাউল করিম, সৈয়দ মিয়া, জমির উদ্দিন, জানু মিয়, তারেক, আ. মালেক, মো. বাদশা, মো. এনাম, সেলিম, কোরবান আলী এবং ওয়াজ উদ্দিন। তারা সবাই মাতারবাড়ি এলাকার বাসিন্দা।

উলেস্নখ্য, বোটটি ১৮ জন ক্রু নিয়ে চট্টগ্রাম থেকে মাতারবাড়ির উদ্দেশে যাত্রা করে। পথিমধ্যে বৈরী আবহাওয়ার কারণে বোটটির ইঞ্জিন বিকল হয়ে ডুবোচরে আটকে পরে। পরবর্তীতে টহল কাজে নিয়োজিত থাকা নৌবাহিনী জাহাজ তিতাস বোটে থাকা ক্রুদের উদ্ধার করে। জাহাজের নৌ-সদস্যরা উদ্ধারকৃত ক্রুদের জরুরি ভিত্তিতে প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাদ্য ও পানি সরবরাহ করে। আইএসপিআর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে