মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩০

মরমি কবি খোদা বকশ শাহর স্মরণে আলোচনা সভা

ম স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা
  ৩০ জুন ২০২২, ০০:০০

একুশে পদকপ্রাপ্ত মরমি কবি খোদা বকশ শাহের স্মরণে চুয়াডাঙ্গায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ শিশু একাডেমি চত্বরে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ শিশু একাডেমি চুয়াডাঙ্গা কার্যালয়ের শিশুবিষয়ক কর্মকর্তা আফসান ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরীন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাইফ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান ও কবিপুত্র কণ্ঠশিল্পী আব্দুল লতিফ শাহ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় আব্দুল লতিফ শাহকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ শিশু একাডেমির শিল্পীরা নাচ-গান ও কবিতা আবৃত্তি করেন। প্রয়াত কবি খোদা বকশ শাহের জন্মদিন উপলক্ষে শিশু একাডেমি এ অনুষ্ঠানের আয়োজন করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে