বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কবি বিজন বিশ্বাসের মৃতু্যতে অসহায় হয়ে পড়েছে পরিবার

ম চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
  ০৫ জুলাই ২০২২, ০০:০০

বাগেরহাট জেলা গাংচিল সাহিত্য পরিষদের সাবেক সভাপতি প্রয়াত কবি বিজন বিশ্বাসের অকাল মৃতু্যতে অসহায় হয়ে পড়েছে তার পরিবার। অর্থের অভাবে সন্তানদের পড়াশোনা বন্ধ হতে বসেছে। এ পরিস্থিতিতে বাগেরহাটের চিতলমারী উপজেলার ডুমুরিয়া গ্রামে বসবাসরত কবির স্ত্রী অঞ্জনা বিশ্বাস সরকার এবং বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।

অঞ্জনা বিশ্বাস সাংবাদিকদের জানান, স্বামীর মৃতু্যর পর এখন সংসার চালানোর কোনো সঙ্গতি নেই। মৃতু্যর সময় তার মানিব্যাগে মাত্র তিন হাজার টাকা রেখে গেছেন। এ ছাড়া কোনো অর্থ জমা রেখে যাননি। তার দুই মেয়ের পড়াশোনার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন। বড় মেয়ে বৃষ্টি বিশ্বাস খুলনার একটি কলেজে অনার্স ৪র্থ বর্ষে পড়াশোনা করছে। এ ছাড়া ছোট মেয়ে আরাধ্যা বিশ্বাস ৪র্থ শ্রেণিতে পড়াশোনা করছে। স্বামী বিজন বিশ্বাস সাহিত্যচর্চার পাশাপাশি বাগেরহাট জেলা সদরে আইনজীবী হিসাবে কাজ করতেন। এতে যেটা রোজগার হত সেটা দিয়ে সংসার চলত। তারা জেলা শহরে একটি ভাড়া বাসায় বসবাস করতেন। গত ২২ ডিসেম্বর ঢাকায় একটি সাহিত্য সম্মেলনে গিয়ে অসুস্থ হয়ে পড়েন স্বামী বিজন বিশ্বাস। সেখান থেকে বাড়িতে ফিরে তিনি মারা যান। স্বামীর মৃতু্যর পর মানবেতর দিন কাটাচ্ছেন বলেও হতাশা ব্যক্ত করেন তিনি। এ অবস্থায় তিনি সরকার এবং বিত্তবানদের কাছে ০১৬৫০০৫৬৬০২ নম্বরে যোগাযোগের মাধ্যমে সহযোগিতা কামনা করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে