বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১

সোনারগাঁওয়ে গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  ০৪ মার্চ ২০২৩, ০০:০০
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আলোচিত জোড়া খুন মামলার আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী -যাযাদি

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আলোচিত জোড়া খুন মামলার আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার দুপুরে উপজেলার কাঁচপুরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে এ মানববন্ধন করে নিহতদের পরিবার ও এলাকাবাসী। এতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজটের সৃষ্টি হলে দুর্ভোগে পরে এই সড়কে চলাচলকারী সাধারণ যাত্রীরা। পরে সোনারগাঁও থানা পুলিশ অবরোধকারীদের আশ্বস্ত করলে তারা রাস্তা থেকে সরে যান। অবরোধের কারণে প্রায় ১ ঘণ্টা মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়। মানববন্ধনে অন্য বক্তারা মহিউদ্দিন, মহিউদ্দিন, মোস্তফা, মামুন, মফিজুল, মারুফ পরিবারের সদস্যদের দ্রম্নত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করেন।

সোনারগাঁও থানার তদন্ত ওসি মাহফুজুর রহমান বলেন, জোড়া খুনের প্রতিবাদে শান্তিপূর্ণ মানববন্ধনে আমরা জনগণের পাশে আছি। আসামিদের গ্রেপ্তার করতে সোনারগাঁও থানা পুলিশ আপ্রাণ চেষ্টা করছে। মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে