শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

বকশীগঞ্জে বালু উত্তোলনে বাধা দেওয়ায় ভূমি কর্মকর্তাকে মারধর

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
  ০৪ মার্চ ২০২৩, ০০:০০
বকশীগঞ্জে বালু উত্তোলনে বাধা দেওয়ায় ভূমি কর্মকর্তাকে মারধর

জামালপুরের বকশীগঞ্জে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলন করতে বাধা দেওয়ায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে মারধরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকালে নিলাখিয়া ইউনিয়নের বিনোদরচর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সন্ধ্যায় চারজনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই কর্মকর্তা। জানা যায়, জিগাতলা গ্রামের এমাজ উদ্দিনের ছেলে হাছেন মিয়া পার্শ্ববর্তী বিনোদরচর গ্রামে তার জমিতে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছিলেন। এ নিয়ে স্থানীয়রা বালু উত্তোলন বন্ধে এসি ল্যান্ডকে জানালে তিনি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবদুল গণিকে ঘটনাস্থলে পাঠান। তিনি ঘটনাস্থলে গিয়ে বালু উত্তোলন বন্ধ করতে বললে হাছেন মিয়া, আবদুল কুদ্দুস, বেলাল মিয়াসহ ড্রেজার মেশিনের শ্রমিকরা আবদুল গণিকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। ওসি মো. সোহেল রানা জানান, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে