শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

'সামাজিক নিরাপত্তা ও মানুষের কল্যাণে বাংলাদেশের অগ্রগতি সারা পৃথিবীর কাছে অনুকরণীয়'

গোপালগঞ্জ প্রতিনিধি
  ০৪ মার্চ ২০২৩, ০০:০০
'সামাজিক নিরাপত্তা ও মানুষের কল্যাণে বাংলাদেশের অগ্রগতি সারা পৃথিবীর কাছে অনুকরণীয়'

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী প্রণয় ভার্মা বলেছেন, সামাজিক নিরাপত্তা ও মানুষের কল্যাণে বাংলাদেশের যে অগ্রগতি তা সারা পৃথিবীর কাছে অনুকরণীয়। বাংলাদেশ ও ভারতের উন্নয়নের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তা চলমান থাকবে। বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের জন্য নয়, ভারতীয়দের জন্যও অনুকরণীয়। বাংলাদেশ-ভারতের সম্পর্কের জন্য ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে দুই দেশেরই মানুষ আত্মত্যাগ করেছেন। বাংলাদেশ ও ভারতের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের যে মিল রয়েছে তা পরবর্তী প্রজন্ম থেকে প্রজন্ম অব্যাহত থাকবে। শুক্রবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় মিসেস মানু ভার্মা, হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি শ্রী অনিমেষ চৌধুরী, সেকেন্ড সেক্রেটারি শ্রী বৈভব গোনদানী, জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে