শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৩ আশ্বিন ১৪৩০
walton

হত্যা মামলার আসামিসহ দুই জেলায় গ্রেপ্তার ২

স্বদেশ ডেস্ক
  ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

বাগেরহাটে স্বর্ণের দোকানে চুরির ঘটনায় পুলিশের হাতে দু'জন ও কুষ্টিয়ায়র্ যাবের অভিযানে একাধিক হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাট জেলা সদরের পৌরসভা শহরের সাধনার মোড় রেলরোড এলাকায় দেয়াল কেটে স্বর্ণের দোকান চুরি হওয়ার ঘটনায় জড়িত সন্দেহে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- বাগেরহাটের শরণখোলা উপজেলার মধ্য খোন্তাকাটা গ্রামের হারেজ খানের ছেলে নান্না মিয়া (৫২) এবং একই গ্রামের আব্দুর রহমান হাওলাদারের ছেলে আব্দুল মালেক হাওলাদার (৪০)। চুরি যাওয়া ৬৫ থেকে ৭০ ভরি স্বর্ণের মধ্যে গ্রেপ্তার দুইজনের কাছ থেকে ৩ ভরি, ৬ আনা স্বর্ণ উদ্ধার করা হয়। গত রোববার বিকেলে বাগেরহাটের পুলিশ সুপারের কার্যালয়ে এ ঘটনায় এক প্রেসব্রিফিং করে এ তথ্য জানান পুলিশ সুপার কেএম আরিফুল হক।

কুষ্টিয়া সদর প্রতিনিধি জানান, কুষ্টিয়ায়র্ যাবের বিশেষ অভিযানে দুটি হত্যা মামলার আলাদাভাবে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি ওয়াসিম রেজা (৪৩) নামের একজন গ্রেপ্তার হয়েছেন। সোমবার র?্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি গোলাম ফারুকের নেতৃত্বের্ যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প এবংর্ যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল রোববার দিনগত রাত আনুমানিক আড়াইটার সময় মাদারীপুর জেলার শিবচর থানাধীন চর দত্তপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ওয়াসিম রেজা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শালিমপুর এলাকার কামাল হোসেনের ছেলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে