বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ২১ অগ্রহায়ণ ১৪৩০
walton

শান্তিগঞ্জে জমি বিরোধের জেরে সংঘর্ষে আহত ৯

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
  ২১ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

সুনামগঞ্জের শান্তিগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে নারীসহ ৯ জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার উপজেলার জয়কলস ইউনিয়নের সদরপুর পূর্ব পাড়ায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, রাম চরণ বিশ্বাসের ছেলে রাধামন বিশ্বাস (৪০), হিরামন বিশ্বাসের স্ত্রী শিউলী রানী বিশ্বাস (৩৫), সরিন্দ্র বিশ্বাসের স্ত্রী জয়ন্তি রানী বিশ্বাস (৩২), শাম চরন বিশ্বাসের ছেলে সরিন্দ্র বিশ্বাস (৩৫), রাজ চন্দ্র বিশ্বাসের স্ত্রী লালনতি রানী বিশ্বাস (৩৫), রাধামন বিশ্বাসের স্ত্রী রূপালী বিশ্বাস (৩২), রামচরণ বিশ্বাসের ছেলে রাজিব বিশ্বাস (২২), রাজ চন্দ্র (৫০) ও রাজ চন্দ্র বিশ্বাসের ছেলে টিপু বিশ্বাস (১৩)। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। অভিযোগকারী রাজ চন্দ্র বিশ্বাস জানান, 'আমার নিজের জমিতে গাছ রোপণ করলে বিকাশ বিশ্বাসসহ তার লোকজন আমার গাছ উপরে ফেলে। আমার পরিবারের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।

শান্তিগঞ্জ থানার ওসি খালেদ চৌধুরী জানান, 'এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে