বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১

ফকিরহাটে পারস্পরিক শিখন কর্মশালা

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
  ২২ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
বাগেরহাটের ফকিরহাটে পারস্পরিক শিখন কর্মশালায় অতিথিরা -যাযাদি

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগায় নারী ও শিশুদের মৌলিক সেবার সঙ্গে সম্পর্কিত স্থানীয় পর্যায়ের সরকারি কর্মকর্তা ও স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিদের দক্ষতা, উন্নয়ন, বাস্তবায়নাধীন ভালো উদাহরণের সঙ্গে পরিচয় এবং তা নিজ এলাকায় বাস্তবায়নে উদ্বুদ্ধ করা বিষয়ক পারস্পরিক শিখন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বেতাগা ইউনিয়ন পরিষদের আয়োজনে বৃহস্পতিবার বেতাগা লোক সংস্কৃতি কেন্দ্রে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রনালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের এমইডি প্রকল্পের উপ-পরিচালক সাইফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মলিস্নকা দে, ফকিরহাট উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়। সভাপতিত্ব করেন বেতাগা ইউপি চেয়ারম্যান ইউনুস আলী শেখ।

উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা এসএম রাসেল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস, শ্রীমঙ্গল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, জুড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে