বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১

কুমিলস্নায় সাংবাদিকের বিরুদ্ধে আদালতে মেয়রের মামলা

স্টাফ রিপোর্টার, কুমিলস্না
  ২২ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
কুমিলস্নায় সাংবাদিকের বিরুদ্ধে আদালতে মেয়রের মামলা

কুমিলস্নায় আওয়ামী লীগ দলীয় বরুড়া আসনের এমপি নাসিমুল আলম চৌধুরী নজরুল, বরুড়া পৌর মেয়র বকতার হোসেন বখতিয়ার, জেলা যুবলীগ নেতা সোহেল সামাদসহ কয়েক নেতার বিরুদ্ধে দৈনিক যুগান্তর পত্রিকায় সংবাদ প্রকাশ করায় পত্রিকাটির কুমিলস্না বু্যরো রিপোর্টার আবুল খায়েরের বিরুদ্ধে কুমিলস্নার আদালতে মানহানির মামলা হয়েছে। বৃহস্পতিবার বরুড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে মামলার বিষয়টি নিশ্চিত করেন মামলার বাদী বরুড়া পৌর মেয়র বকতার হোসেন বখতিয়ার। তবে এসব বিষয়ে সাংবাদিক আবুল খায়ের বলেন, 'প্রকাশিত সংবাদের যাবতীয় তথ্য-প্রমাণ আমার কাছে সংরক্ষিত আছে। এ বিষয়ে আদালতে করা মামলাটি আমি আইনগতভাবে মোকাবিলা করব।'

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গত ১৭ সেপ্টেম্বর 'জনতার কাঠগড়ায় জনপ্রতিনিধি, পাঁচ প্রভাবশালীর নিয়ন্ত্রণে দুর্নীতির সাম্রাজ্য, বরুড়ার এমপি নজরুলের আশীর্বাদ, মামলা-হামলায় কোণঠাসা অনেক ত্যাগী নেতাকর্মী' শিরোনামে প্রকাশিত সংবাদটিকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করা হয়। এতে তাদের রাজনৈতিক ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলেও উলেস্নখ করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন লিংকন, আব্দুর রশিদ, আবু ইসহাক মিয়া, আব্দুল ওয়াদুদ, জাকির হোসেন বাদল, সোহেল সামাদ, আবুল কাশেম প্রমুখ।

লিখিত বক্তব্যে পৌর মেয়র বলেন, বর্তমান সরকারের সময়ে সব দরপত্র ইজিপি প্রক্রিয়ায় হওয়ায় টেন্ডার বাণিজ্য করার কোনো সুযোগ নেই। সংবাদটি মিথ্যা ভিত্তিহীন ও মানহানিকর। এ বিষয়ে গত মঙ্গলবার পত্রিকাটির বু্যরো রিপোর্টার আবুল খায়েরের বিরুদ্ধে কুমিলস্না জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে করা মামলাটি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ তদন্ত করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে