দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির বরিশালের বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম খালেদ হোসেন স্বপন। সোমবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে (বাবুগঞ্জ-মুলাদী) বরিশাল-৩ আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
এর আগে গত রোববার সন্ধ্যায় সহস্রাধিক নেতাকর্মী নিয়ে মনোনয়নপত্র সংগ্রহের জন্য লঞ্চযোগে ঢাকার উদ্দেশে বাবুগঞ্জ ত্যাগ করেন এই কর্মীবান্ধব নেতা।