দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট বাজার ও উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে নতুন ৩নং ফিডারের উদ্বোধন করা হয়েছে। সোমবার উপজেলা পলস্নী বিদু্যৎ জোনাল অফিসের আয়োজনে বালাডাঙ্গীতে অবস্থিত বিদ্যুৎ স্টেশন কেন্দ্রে এ নতুন ৩নং ফিডারের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন ও উপজেলা নির্বাহী অফিসার মো. তাজ উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান, ওসি চিত্তরঞ্জন রায়, তদন্ত ওসি মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা পলস্নী বিদ্যুতের এজিএম ইফতেখার আহমেদ, এলাকা পরিচালক শরিফুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।