বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

মনপুরায় ৪০ কেজি ওজনের কচ্ছপ উদ্ধার

স্টাফ রিপোর্টার, ভোলা
  ১৪ জানুয়ারি ২০২৪, ০০:০০
মনপুরায় ৪০ কেজি ওজনের কচ্ছপ উদ্ধার

ভোলার মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলে ৪০ কেজি ওজনের একটি অলিভ রিডল সি (জলপাই রঙা) বিরল প্রজাতির সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করেছে বনবিভাগ। শুক্রবার উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের পচা কোড়ালিয়া বিটের আওতায় সংরক্ষিত বনাঞ্চল চরপাতালিয়া থেকে কচ্ছপটি উদ্ধার করা হয়। পরে বিকালে ৪টায় মনপুরা দখিনা হাওয়া সি-বিচ সংলগ্ন মেঘনা নদীতে অবমুক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেন বনবিভাগের পচা কোড়ালিয়া বিট কর্মকর্তা আব্বাস আলী।

বিট কর্মকর্তা আব্বাস আলী জানান, 'চরপাতিলিয়া সংলগ্ন মেঘনায় মাছ শিকারের সময় জেলেরা সংরক্ষিত বনাঞ্চলে কচ্ছপটি আটকে থাকতে দেখে মুঠো ফোনে জানায়। তখন মেঘনায় টহলে থাকা বনবিভাগের টিম নিয়ে সংরক্ষিত বনাঞ্চলে আটকে থাকা কচ্ছপটি উদ্ধার করে পচা কোড়ালিয়া বনবিভাগের বিট কার্যালয়ে নিয়ে আসা হয়। পরে বিকালে দখিনা হাওয়া সি-বিচ সংলগ্ন মেঘনায় অবমুক্ত করা হয়।

উলেস্নখ্য, ১৮ দিন আগে এই প্রজাতির ৪০ কেজি ওজনের আরেকটি সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করে মেঘনায় অবমুক্ত করেছিল বনভিবভাগ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে