পাবনার ভাঙ্গুড়া উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের ভেড়ামারা উদয়ন একাডেমির মাঠ ক্যাম্পে স্মার্ট কার্ড আনতে গিয়ে গ্রামপুলিশের মারধরে আহত হয়েছেন মোছা. জাহানারা বেগম (৫২) নামের একজন বৃদ্ধা। বর্তমানে তিনি ভাঙ্গুড়া উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃদ্ধা জাহানারা পারভাঙ্গুড়া ইউপির ১নং ওয়ার্ডের পাটুলীপাড়া চৌধুরীপাড়ার গ্রামের আব্দুল হাইয়ের স্ত্রী।
গত শুক্রবার স্মার্ট কার্ড নিতে গিয়ে তিনি একই ইউনিয়ন পরিষদের মহিলা গ্রাম পুলিশ মোছা. রেখা খাতুন (৩৫) কর্তৃক বেধড়ক লাঠির আঘাতে আহত হন। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।
জানা গেছে, পাবনার ভাঙ্গুড়া উপজেলা নির্বাচন অফিসের ব্যবস্থাপনায় দেশের অন্যান্য উপজেলার মতো গত শুক্রবার সকালে উপজেলার পারভাঙ্গুড়া ইউপিতে ভেড়ামারা উদয়ন একাডেমি মাঠে স্মার্ট কার্ড বিতরণ কার্যাক্রম শুরু হয়। এ সময় কার্ড নিতে আসা ডায়াবেটিস আক্রান্ত বৃদ্ধা জাহানারা খাতুন দীর্ঘ সময় লাইনে দাড়িয়ে ছিলেন। ডায়াবেটিস রোগে আক্রান্তের কারণে দাঁড়িয়ে থাকতে না পাড়ায় লাইনের পাশেই চেয়ারে বসেন। এ সময় স্মার্ট কার্ড গ্রহণকারীদের লাইনে থাকা গ্রাম পুলিশ রেখা খাতুন বৃদ্ধা জাহানারার কাছে এসে লাইন ভঙ্গকরার অভিযোগে হাতে থাকা লাঠি দিয়ে বেধড়ক মারপিট করেন। এক পর্যায়ে বৃদ্ধা মাটিতে লুটিয়ে পড়লে স্বজনরা এসে তাকে মারাত্মক জঘম অবস্থায় ভাঙ্গুড়া উপজেলা হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে পার-ভাঙ্গুড়া ইউনিয়ন চেয়ারম্যান হেদায়তুল হক বলেন, ঘটনাটি দুঃখজনক। অভিযুক্ত গ্রাম পুলিশের ব্যাপারে পরিষদে বসে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল হক বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।