সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

রাজারহাটে আগুনে পুড়ে বসতবাড়ি ভস্মিভূত

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
  ১০ মে ২০২৪, ০০:০০
রাজারহাটে আগুনে পুড়ে বসতবাড়ি ভস্মিভূত

কুড়িগ্রামের রাজারহাটে ভয়াবহ অগ্নিকান্ডে একটি বাড়ির তিনটি ঘর পুড়ে ভস্মিভূত হয়েছে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। বর্তমানে পরিবারটি খোলা আকাশের নিচে বসবাস করছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার চাকিরপশার ইউনিয়নের অর্জূণমিশ্র গ্রামের নুর ইসলামের ছেলে রেজাউল হকের বাড়িতে।

এলাকাবাসী জানায়, ওই বাড়িতে বৃহস্পতিবার সকালে রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পরে। বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে ব্যর্থ হয়। খবর পেয়ে রাজারহাট থেকে দমকল বাহিনী এসে এলাকাবাসীর সহযোগিতায় প্রায় ঘণ্টাখানেক পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ সময় আগুনে নগদ ৫ হাজার টাকাসহ টিনের ঘর, কয়েক মণ ধান-চাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

1
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে