শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

হবিগঞ্জের সাবেক এসপি মুরাদ আলিসহ ৫৫ পুলিশ সদস্যের নামে মামলা

হবিগঞ্জ প্রতিনিধি
  ০৪ নভেম্বর ২০২৪, ০০:০০
হবিগঞ্জের সাবেক এসপি মুরাদ আলিসহ ৫৫ পুলিশ সদস্যের নামে মামলা

হবিগঞ্জের সাবেক পুলিশ সুপার (এসপি) এসএম মুরাদ আলিসহ ৫৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। রোববার হবিগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রে মো. দেলোয়ার হোসেনের আদালতে জেলা বিএনপি সদস্য ও আইনজীবী সামছুল ইসলাম এ মামলার আবেদন করেন। এতে হবিগঞ্জ সদর মডেল থানার সাবেক ওসি মাসুক আলী, সাবেক পরিদর্শক (তদন্ত) দৌস মোহাম্মদ ও গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক ওসি আল আমিনসহ ৫৫ জন পুলিশ সদস্যের নাম উলেস্নখ এবং ৪৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়। আদালত পুলিশের পরিদর্শক নাজমুল হোসেন বলেন, 'বিচারক মামলার আবেদন গ্রহণ করে আগামী মঙ্গলবার (৫ নভেম্বর) শুনানির দিন ধার্য্য করার আদেশ দেন।'

২০২১ সালের ২২ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে নিয়ে চিকিৎসার দাবিতে অনুষ্ঠিত জনসভায় পুলিশ নেতাকর্মীদের ওপর গুলি চালায়। এ ঘটনায় মামলাটি করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে