মাগুরার শ্রীপুরে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ছিল শারদীয় দুর্গাপূজা। এ পূজাতে সেনাবাহিনী, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছিল। এ উৎসব শেষ হতে না হতেই এক মাসের ব্যবধানে দেশে সর্বত্র শ্রীশ্রী কাত্যায়নী পূজার আরেকটি বড় ধরনের ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উৎসবকে ঘিরে সেনাবাহিনী, জেলা প্রশাসন, জেলা পুলিশ, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে।'
বুধবার মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া গিরিধারী আশ্রম প্রাঙ্গণে কাত্যায়নী পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ৮৮ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান।
উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সরকার প্রমুখ।
মতবিনিময় সভা শেষে প্রধান অতিথিসহ অন্য অতিথিরা কাত্যায়নী পূজামন্ডপ পরিদর্শন করেন।