মাছের পোনা অবমুক্ত
ম স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ
গোপালগঞ্জে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতয়য় প্রাতিষ্ঠানিক পুকুর ও বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ শুরু হয়েছে। বুধবার মৎস্য অধিদপ্তর ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. মনিরুল ইসলাম গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. খালিদুজ্জামান, গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহসিন উদ্দিন, সিনিয়র সদর উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী।
সমাবেশ অনুষ্ঠিত
ম বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে পুলিশ-জনতার মিলবন্ধন সৃষ্টি করতে নাগরিক সমাবেশ করেছে থানা পুলিশ। মঙ্গলবার বিকালে বকশীগঞ্জ থানা চত্বরে নাগরিক সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা। বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ, দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক মানিক সওদাগর, বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী, সাবেক সিভিল সার্জন ডা. সিদ্ধেসর সাহা, উপজেলা নাগরিক কমিটির প্রতিনিধি মিজানুর রহমান তালুকদারসহ অনেকে।
বাইসাইকেল বিতরণ
ম ডোমার (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডোমারে প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বুধবার এলজিইডি ডোমার উপজেলা প্রকৌশলীর দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম। বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী ফিরোজ আলম, ডোমার পৌরসভা বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, পলস্নী উন্নয়ন কর্মকর্তা আবু রাহাত সোহেল প্রমুখ।
ফ্রি মেডিকেল ক্যাম্প
ম জুরাছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
জুরাছড়ি উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা পরিষদের বিশ্রামাগারের ফটকে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির উপজাতীয় বিষয়ক সম্পাদ ও জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু সাহাদাৎ মো. সায়েম। সভায় জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আশুগোপাল চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের তথ্য ও প্রচার সম্পাদক কামল উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি অনিল বরণ চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক বিরানন্দ চাকমা, যুগ্ম আহ্বায়ক রাজেশ চাকমা।
সার বিতরণ
ম মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে তিন হাজার কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে মুকসুদপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার মো. বাহাউদ্দিন সেক। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন মুকসুদপুর উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার রুহুল কুদ্দুস আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. ছিরু মিয়া, সাংবাদিক কাজি ওহিদ প্রমুখ।
কর্মিসভা
ম সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সাঘাটা উপজেলার ৬নং ঘুড়িদহ ইউনিয়ন বিএনপির আয়োজনে কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে ঘুড়িদহ উচ্চবিদ্যালয় মাঠে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ আলী। প্রধান বক্তা ছিলেন গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের বিএনপির সাবেক মনোনীত প্রার্থী মো. ফারুক আলম সরকার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপি উপদেষ্টা অ্যাডভোকেট নাজেমুল ইসলাম নয়ন, উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহম্মেদ তুলিপ, সাঘাটা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঈন প্রধান লাবু।
লিফলেট বিতরণ
ম উলস্নাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের উলস্নাপাড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নে জনসাধারণের মধ্যে লিফলেট বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী। মঙ্গলবার বিকালে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক ও সাধারণ সম্পাদক মো. হায়দার আলী নেতৃত্ব দেন। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হাসান অভির সভাপতিত্বে ও সদস্যসচিব আরিফুল ইসলাম আরিফের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু কায়েস, সদস্যসচিব মিলন হক রঞ্জু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আরিফুল ইসলাম প্রমুখ।
সার বিতরণ
ম স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় ১ হাজার ১০০ জন কৃষকের মধ্যে প্রণোদনা হিসেবে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ কমপেস্নক্সে সদর উপজেলা কৃষি অফিসার শাহানা বেগম কৃষকদের মধ্যে এই সার ও বীজ বিতরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার সালমা সুলতানা, কৃষি সম্প্রসারণ অফিসার ফাহমিদা সিদ্দিকা হাবিবা, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আনোয়ারুল হক চৌধুরী ও সব ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা।
মশক নিধন
রকালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গাতে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে এলেঙ্গা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সিফাত বিন সাদেক। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আমির হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিল্পী দে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. ওমর ফারুক, পৌর নির্বাহী কর্মকর্তা সিদ্দিকুর রহমান প্রমুখ।
নতুন কমিটি
ম নরসিংদী প্রতিনিধি
নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহণ মালিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। সারোয়ার হোসেন মৃধাকে সভাপতি, নাজমুল হোসেন ভূইয়াকে সাধারণ সম্পাদক এবং কে এম সোহেল মোলস্নাকে কোষাধ্যক্ষ করে ৪১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলমের স্বাক্ষরিত এক পত্রে আগামী দুই বছরের জন্য এ কমিটিকে অনুমোদন প্রদান করা হয়।
নবীনবরণ
ম নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জে মহিলা কলেজে নবীন বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার কলেজ প্রাঙ্গণে নবাবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের স্নাতক ও দ্বাদশ শ্রেণীর ছাত্রী বিন্দুর আয়োজনে ভূগোল প্রদর্শক আব্দুল করিমের সঞ্চালনায় ও অধ্যক্ষ নবাবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ আ. ওয়াদুদ, ২নং বিনোদ নগর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম (ফতে), কলেজের সহকারী অধ্যাপক শফিউল আলম, জিবি সদস্য প্রাক্তন অধ্যক্ষ আ. হাকিম।
বীজ বিতরণ
ম তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
তাহিরপুরে ৭৬০ জন প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে তাহিরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের উদ্যোগে প্রান্তিক কৃষকের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন ফসলের বীজ তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেম। এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরীফুল ইসলাম, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান, উপসহকারী কৃষি কর্মকর্তা শাহীমা বেগম প্রমুখ।
মাঠ দিবস
ম শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুর জেলার শিবচর উপজেলায় আইএফডিসি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় ফিড দ্যা ফিউচার বাংলাদেশ ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যাক্টিভিটি (সিএসএএ) এর উদ্যোগে ব্রি ধান ৭৫ জাতের রোপা আমন ধানের প্রদর্শনী, শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের দৈনিক বাজার এলাকায় অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্র (আইএফডিসি) সিনিয়র ক্যাপাসিটি বিল্ডিং স্পেশালিস্ট মো. মাহবুব-ই ক্ষুদা। এ সময় ছিলেন মেকানাইজেশন স্পেশালিস্ট মানদুদুল হক, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর মাহমুদা খানম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মিজানুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামসহ অনেকে।
মতবিনিময় সভা
ম সুজানগর (পাবনা) প্রতিনিধি
সুজানগর পৌর বাজারের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে পাবনার সুজানগর উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও পৌরসভার আয়োজনে থানা চত্বরে পাবনা সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) রবিউল ইসলামের সভাপতিত্বে ও সুজানগর থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। এ সময় আরও বক্তব্য রাখেন বাজার বণিক সমিতির সহসভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ আজম আলী বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম রফিক মন্ডল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোলস্না, উপজেলা জামায়াতের সেক্রেটারি টুটুল বিশ্বাস।
অবহিতকরণ কর্মশালা
ম চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর চারঘাটে প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোয়ালোজ ইন ডেনমার্ক সহযোগিতায় নেট টু রাইটস থানাপাড়া সোয়ালোজ আয়োজনে বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে নেট টু রাইটস থানাপাড়া সোয়ালোজ সমন্বয়কারী রফিকুল ইসলামের সঞ্চালনায় সারদা থানাপাড়া সোয়ালোজ ডিএস-এর নির্বাহী পরিচালক রায়হান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসিল্যান্ড আরিফ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোহেল হোসেন।
মতবিনিময় সভা
ম স্টাফ রিপোর্টার, রাজবাড়ী
রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় বক্তব্য রাখেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক, রাজবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভাপতি লিটন চক্রবর্তী, রাজবাড়ী জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৌমিত্র শীল চন্দন, যুগ্ম সম্পাদক সুমন বিশ্বাস, শামীম রেজা, সাংগঠনিক সম্পাদক ফকীর জাহিদুল ইসলাম রুমন, রাজবাড়ী রিপোর্টার্স ক্লাবের সহসভাপতি আজু শিকদার, সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ।
চেক প্রদান
ম চৌদ্দগ্রাম (কুমিলস্না) প্রতিনিধি
পলস্নী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ শীর্ষক প্রকল্পের আওতায় কুমিলস্নার চৌদ্দগ্রাম উপজেলায় নিয়োজিত নারী কর্মীদের চুক্তি মোতাবেক সড়ক রক্ষণাবেক্ষণ কাজের মেয়াদ সমাপ্ত হওয়ায় জমাকৃত সঞ্চয়ী অর্থের চেক ১৩০ জন উপকারভোগী নারী কর্মীর মধ্যে প্রদান করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে চেক প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহমত উল্যাহ। উপজেলা প্রকৌশলী মনিরুজ্জামানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া টিপু প্রমুখ।
চক্ষুবিষয়ক ক্যাম্প
ম নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জে গ্রাম বিকাশ কেন্দ্রের আয়োজনে দিনব্যাপী চক্ষুবিষয়ক বিশেষায়িত স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্রের পিপিইপিপি-ইইউ প্রকল্প ভাদুরিয়া ইউনিট অফিসের আয়োজনে স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন করেন গ্রাম বিকাশ কেন্দ্রের ব্যবস্থাপক আইটি প্রধান জেহান মোহাম্মদ সাদাত। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী ফিরোজ আহমেদ, সিনিয়র মেডিক্যাল অফিসার ডা. মুরাদ ইবনে হাফিজ, শাখা ব্যবস্থাপক মজীদুল ইসলাম, টেকনিক্যাল অফিসার মেহেদী হাসান, বিধান বাসকে প্রমুখ।
ইউএনও'র যোগদান
ম শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর শিবপুর উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে মোছা. ফারজানা ইয়াসমিন যোগদান করেছেন। তিনি গত সোমবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যোগদান করেন। এর পূর্বে তিনি রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২০১৭ সালে বিসিএস ৩৫তম ক্যাডারে প্রশাসন বিভাগে মানিকগঞ্জ জেলায় সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। তিনি গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার বুনিয়াগাড়ী গ্রামের বাসিন্দা।
গাছের চারা বিতরণ
ম শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে দুই শত তিয়াত্তরটি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়াসামগ্রী ও গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ হল রুমে গাছের চারা বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শ্যামনগর ইউএনও ডা. সঞ্জিত দাশ। বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জিয়াউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ তেজারত, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান প্রমুখ।
সভা অনুষ্ঠিত
ম কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দায় বুধবার থানা কমপেস্নক্স প্রাঙ্গণে আইন শৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভা করেছেন সেনাবাহিনীর কলমাকান্দা অস্থায়ী ক্যাম্প অধিনায়ক ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর নাজমুজ শাকিব। এ সময় উপস্থিত ছিলেন কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন। মেজর শাকিব আইনশৃঙ্খলা বজায় রাখতে ও জনগণ, রাষ্ট্রের প্রয়োজনে দেশপ্রেমিক সেনাবাহিনী সর্বদা পাশেই থাকবে বলে জানিয়েছেন।
বীজ বিতরণ
ম নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে রবি/২০২৪-২৫ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর, খেসারি ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষান-কৃষানিদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১০টায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও এসিল্যান্ড রোহান সরকার, সদস্য সচিব উপজেলা কৃষি কর্মকর্তা গাজিউল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায়, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস, উপজেলা প্রকৌশলী এজাজুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী শুভ্র বসাক।
সংবর্ধনা অনুষ্ঠান
ম হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্রগ্রামের হাটহাজারীতে নাজিরহাট কলেজের এডহক কমিটির সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের নবগঠিত এডহক কমিটির সভাপতি ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। অনুষ্ঠিত সভায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জহির উদ্দিন ছিদ্দিকীর সভাপতিত্বে ও ড. দোলন কান্তি ভট্টাচার্য এবং অধ্যাপক ফৌজিয়া সুলতানার যৌথ পরিচালনায় আরও বক্তব্য রাখেন কমিটির সদস্য অধ্যাপক মোহাম্মদ শাহাবুদ্দিন, উপাধ্যক্ষ সাইফুল ইসলাম, বিদ্যোৎসাহী সদস্য এস এম ফারুক হোসেন, শিক্ষক প্রতিনিধি অধ্যাপক এস এম কাউছার, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন প্রমুখ।