বিভিন্ন অপরাধে চুয়াডাঙ্গা, বাগেরহাট, সুনামগঞ্জের শান্তিগঞ্জ, রাজশাহীর চারঘাট, মৌলভীবাজারের কুলাউড়া, নেত্রকোনার মোহনগঞ্জ, নওগাঁর মান্দা ও মেহেরপুরের গাংনীতে ১৩ জনকে গ্রেপ্তার করেছেন আইনশৃঙ্খলা বাহিনী। আঞ্চলিক অফিস, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
ময়মনসিংহ বু্যরো জানান, সুনামগঞ্জের জগন্নাথপুরের চাঞ্চল্যকর মোজাহিদ ইসলাম সোহান হত্যা মামলার এফআইআরভুক্ত ১নং আসামি দিদার আলীসহ (২৭) তিনজন আসামিকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছের্ যাব। শুক্রবার রাত দেড়টার দিকে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার মুন্সিরহাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আসামিরা হলেন- জাহিদ (২১) এবং বাবলু মিয়া (২৪)। তাদের বাড়ি হবিগঞ্জ নবীগঞ্জ উপজেলার লতিবপুর গ্রামে।
শনিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানর্ যাব-১৪ সদর দপ্তরের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার আব্দুল হাই চৌধুরী।
স্টাফ রিপোর্টার চুয়াডাঙ্গা জানান, চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর অভিযানে ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে। চুয়াডাঙ্গা সেনাক্যাম্প জানায়, শনিবার রাত আনুমানিক ৩টার দিকে দর্শনা থানার রাঙ্গিয়ারপোতা গ্রামের মোহাম্মদ রমজানের বাড়িতে অভিযান পরিচালনা করে ৯৬ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি এবং ফেনসিডিল দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।
বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাট জেলা সদরের চাঞ্চল্যকর বিএনপির বহিষ্কৃত নেতা সজিব তরফদার হত্যাকান্ডে জড়িত আবু বক্কার সিকদার (৫৭) নামের একজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকালে আবু বক্কারকে পিরোজপুর জেলার কাউখালী হুগলী বাটকা নামক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার নিকট থেকে দেশীয় তৈরি ২টি পাইপগান উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার আবু বক্কার সিকদার বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া গ্রামের পশ্চিমপাড়া এলাকার মৃত সোবাহান সিকদারের ছেলে।
(অপরদিকে) বাগেরহাটের ফকিরহাট থানা পুলিশ উপজেলার কাটাখালী মোড় এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার বিকালে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হলো বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালী গ্রামের মৃত শেখ আবু বক্করের ছেলে শেখ ফখরুল ইসলাম (৪৮) ও নড়াইলের নড়াগাতি উপজেলার ডর বলস্নাহাটি গ্রামের মৃত সেকেন্দর আলী শিকদারের ছেলে আজাদ শিকদার (৪০)।
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলোচিত দিলোয়ার হোসেন হত্যা মামলার প্রধান আসামি জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতের্ যাব-৯ ও শান্তিগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে সুনামগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জাহাঙ্গীর মিয়া শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মাহতাব আলী ছেলে।
চারঘাট (রাজশাহী) প্রতিনিধি জানান, রাজশাহীর চারঘাট উপজেলায় তিনটি গাজার কাঁচা গাছসহ ইয়াছিন আলীকে গ্রেপ্তার করেছে চারঘাট মডেল থানা পুলিশ। গত শুক্রবার আনুমানিক রাত ১টায় উপজেলার পরানপুর গ্রামে থেকে গাছগুলো উদ্ধার করে পুলিশ। ইয়াছিন আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি জানান, মৌলভীবাজারের কুলাউড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় করা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল (৩৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোররাতে রাজধানীর বাড্ডা এলাকায় একটি বাসা থেকে কুলাউড়া থানার এসআই মোহাম্মদ আলীসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। রুমেল কুলাউড়া পৌরসভার উছলাপাড়া এলাকার বাসিন্দা মো. জামাল মিয়ার ছেলে।
মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি জানান, মোহনগঞ্জে ১২ বোতল দেশীয় মদসহ মো. লিটন মিয়া (৫০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে যৌথবাহিনী। শুক্রবার রাত সাড়ে ১০ ঘটিকার সময় মোহনগঞ্জ পৌর শহরের স্টেশন রোড হতে তাকে আটক করে। লিটন মিয়া নেত্রকোনার বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের মৃত হাজী জয়নাল আবেদীনের ছেলে। পরে তাকে মোহনগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মান্দা (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর মান্দায় ৪৮ কেজি গাঁজাসহ দুই কারবারিকে আটক করেছে মান্দা থানা পুলিশ। এ সময় গাঁজা পরিবহণ কাজে ব্যবহৃত একটি ট্রাক এবং ট্রাকে থাকা ৬০ ড্রাম পামওয়েল তেল জব্দ করা হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার সতীহাট এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের আটক করা হয়। আটক হলো চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন নামোটিলা গ্রামের কামাল উদ্দিনের ছেলে রনি (২৬) এবং বিনোদপুর (এরাদ বিশ্বাসটোলা) গ্রামের হাবিবুর রহমান ওরফে রজিবুলের ছেলে আসমাউল হোসেন (৩৮)।
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি জানান, মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে রাতে সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনায় ডাকাত সর্দারসহ তিন জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬টি দেশীয় ধারালো অস্ত্র, গাছ কাটা করাত ও ডাকাতির কাজে ব্যবহৃত পোশাক উদ্ধার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশ শুক্রবার দিনভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। আটক হলো- রাজবাড়ী জেলা পাংশা উপজেলার সেনপাড়ার আলতাব মন্ডল, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা এলাকার রমজান আলী ও আসাদুল ইসলাম শরীফ।