নোয়াখালীতে মৌমাছি কচি-কাঁচার মেলার উদ্যোগে সংগঠনের উপদেষ্টা জেলার প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, লেখক-গবেষক ও কবি মাহমুদুল হক ফয়েজের শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে জেলা শহর মাইজদীতে মৌমাছি কচি-কাঁচার মেলা ভবনে এ শোকসভা আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মৌমাছি কচি-কাঁচার মেলার সাবেক আহ্বায়ক জাফর উল্যাহ। কচি-কাঁচার মেলার সভাপতি অ্যাডভোকেট দেলোয়ার হোসেন মিন্টুর সঞ্চালনায় শোকসভায় মাহমুদুল হক ফয়েজের কর্মময় জীবনের নানাদিক নিয়ে তুলে ধরে বক্তব্য রাখেন লক্ষ্ণীনারায়ণপুর থিয়েটারের প্রতিষ্ঠাতা মহাসচিব নাট্যজন ফরিদ উদ্দিন মনু, নোয়াখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু, লেখক, গবেষক ও কবি ম. পানা উল্যাহ, সঙ্গীত শিল্পী শাহনাজ হাসেম কাজল, মৌমাছি কচি-কাঁচার মেলার সঙ্গীত বিভাগের শিক্ষক মো. শরীফ, সংস্কৃতিকর্মী অর্জুন সূত্রধর ও আলাউদ্দীন সুজন প্রমুখ।
বক্তারা বলেন, নোয়াখালী সাংস্কৃতিক অঙ্গন, সাংবাদিকতা, লেখালেখি ও গবেষণাধর্মী কাজসহ সৃজনশীল সব কাজে মাহমুদ হক ফয়েজ একজন নিবেদিতপ্রাণ ব্যক্তি ছিলেন। তার লেখায় উঠে এসেছে নোয়াখালীর শত বছরের ইতিহাস ঐতিহ্য।