সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২
স্থায়ীকরণের দাবি

রসিকে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের মধ্যে অসন্তোষ

রংপুর প্রতিনিধি
  ১০ নভেম্বর ২০২৪, ০০:০০
রসিকে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের মধ্যে অসন্তোষ

রংপুর সিটি করপোরেশনের (রসিক) দির্ঘদিন ধরে চাকরি করা অস্থায়ী কর্মচারীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। সিটি করপোরেশনের যাত্রা শুরুর পর থেকে এখন পর্যন্ত ১২ বছরে তৃতীয় ও চতুর্থ শ্রেণির জনবল নিয়োগে অর্গানোগ্রাম অনুমোদন না হওয়ায় তাদের মধ্যে এই ক্ষোভের সৃষ্টি হয়।

এদিকে, শনিবার দুপুরে নগর ভবনের সামনে সিটি করপোরেশ কর্মচারী ঐক্যপরিষদের ব্যানারে মানববন্ধন করেন শতাধিক অস্থায়ী কর্মচারী। এর আগে সিটি প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করেন তারা।

রংপুর সিটি করপোরেশন কর্মচারী ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক বলেন, ১২ বছর আগে রসিক যাত্রা করে। প্রথম মেয়র ছিলেন মো. শরফুদ্দিন আহমেদ ঝন্টু। সেসময় তিনি স্থানীয় সরকার পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণির জনবল সৃষ্টিতে অর্গ্রানোগ্রাম পাঠানো হয়। তিন দফায় মেয়র পরিবর্তন হলেও ওই মন্ত্রণালয়ে ৫০৭টি পদে অর্গানোগ্রাম অনুমোদ হয়নি। অথচ রংপুর সিটির পর দেশে অন্য সিটি গঠন করে কর্মচারী নিয়োগে অর্গানোগ্রাম অনুমোদন দেওয়া হয়েছে। এটা আগের সরকারের রংপুরের প্রতি বিমাতাসুলভ আচরণ বলে তিনি মনে করেন।

বর্তমানে রসিকের ১৮টি শাখায় ৬৪০ জন অস্থায়ী কর্মচারী কাজ করছেন। এদের মধ্যে মাস্টাররোল, চুক্তিভিত্তিক ও দৈনিক মজুরির তৃতীয় ও চতুর্থ শ্রেণি কর্মচারী রয়েছে। তারা শুক্র ও শনিবার বাদে দৈনিক ৩৫০ থেকে ৪৫০ টাকা মজুরিতে কাজ করছেন। ৩ বেলা খবার, মাথা গোঁজার ঠাঁই, চিকিৎসা ও সন্তানের শিক্ষা ইত্যাদি ব্যয় মিটিয়ে বর্তমান বাজারে জীবন ধারণ করা কষ্টসাধ্য হয়ে উঠেছে। তিনি অবিলম্বে কর্মচারীদের স্থায়ীকরণ বাস্তবায়নের দাবি জানান।

কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, ফৈরদৌসী আখতার প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে