সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

নীলফামারীতে ওয়াজ মাহফিলের ব্যানার-পোস্টারে লেখা পদবি নিয়ে কোন্দল

স্টাফ রিপোর্টার, নীলফামারী
  ১০ নভেম্বর ২০২৪, ০০:০০
নীলফামারীতে ওয়াজ মাহফিলের ব্যানার-পোস্টারে লেখা পদবি নিয়ে কোন্দল

দীর্ঘদিন ধরে অর্থাভাবে জরাজীর্ণ হয়ে পড়ে থাকা দক্ষিণ পাঠানপাড়া সিপাহীর ডাঙ্গা বাইতুন নুর জামে মসজিদ-মাদ্রাসার সংস্কার ও উন্নয়ন কল্পে দুই দিনের ওয়াজ মাহফিলের আয়োজন করে স্থানীয়রা। ব্যানার-পোস্টার ও মাইকিংসহ পুরো দমে চলতে থাকে এর ব্যাপক প্রচার-প্রচারণার কার্যক্রম। কিন্তু হঠাৎ ওয়াজ মাহফিলের ব্যানার-পোস্টারে লেখা পদবির কোন্দলে জড়িয়ে পড়েন মসজিদ সংলগ্ন দক্ষিণ পাঠানপাড়া সিপাহীর ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চলতি দায়িত্বে থাকা প্রধান শিক্ষক ও মাহফিল আয়োজক। ফলে মসজিদ-মাদ্রাসার সংস্কার ও উন্নয়ন ব্যাহত হওয়ার শঙ্কায় স্থানীয়রা।

সরেজমিন জেলার জলঢাকা উপজেলার মীরগঞ্জ উপজেলার দক্ষিণ পাঠানপাড়া সিপাহীর ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গেলে সংবাদকর্মীদের দেখে এগিয়ে আসেন স্থানীয়রা। এসময় বাইতুন নুর জামে মসজিদের ইমাম হাসিনুর রহমান মোমিন ও স্থানীয়রা বলেন, 'দীর্ঘদিন ধরে অবহেলিত ও জড়াজীর্ণ অবস্থায় পড়ে থাকা এই এলাকার বাইতুন নুর জামে মসজিদ-মাদ্রাসাটির সংস্কার ও উন্নয়নের লক্ষ্যে বহুবার ওয়াজ মাহফিল করতে গিয়েও বাধাগ্রস্ত হন এলাকাবাসী। এ বছর স্থানীয়দের উদ্যোগে মসজিদ-মাদ্রাসার উন্নয়ন ও সংস্কারে রোববার ও সোমবার ওয়াজ মাহফিল আয়োজন করে স্থানীয়রা। মাহফিল আয়োজক দ্বিতীয় দিনের মাহফিলে সভাপতিত্ব করার দায়িত্ব দেন জাহাঙ্গীর আলম খানের ওপর। জাহাঙ্গীর আলম খান এই বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠালগ্ন থেকে তিনি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করলেও বিদ্যালয়ের নথিপত্রে জাহাঙ্গীর আলম খানের পদবি সহকারী শিক্ষক হিসেবে তালিকাভুক্ত হয়। মাহফিল আয়োজকরা ওয়াজ মাহফিলের ব্যানার-পোস্টারে জাহাঙ্গীর আলম খানের পদবি সাবেক প্রধান শিক্ষক লেখায় এ নিয়ে কোন্দল সৃষ্টি করেন চলতি দায়িত্বে থাকা প্রধান শিক্ষক আ.খ.ম. রাকিবুল ইসলাম।

জানতে চাইলে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাকিবুল ইসলাম বলেন, 'বিদ্যালয়ের নথিপত্রে জাহাঙ্গীর আলম খান একজন সহকারী শিক্ষক। মাহফিল কমিটি ব্যানার-পোস্টারে ওনার নামের পরে পদবি লিখেছে সাবেক প্রধান শিক্ষক। মূলত এ নিয়েই কথা কাটাকাটি হয়েছে।'

এদিকে ব্যানার-পোস্টারে লেখা পদবির কোন্দলে মসজিদ ও মাদ্রাসার সংস্কারকল্পে আয়োজিত ওয়াজ মাহফিল বন্ধের পাঁয়তারার অভিযোগে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন স্থানীয় জাকিউল আলম খান। দুপক্ষের আলোচনায় বিষয়টি সমাধানের আশ্বাস দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মান্নান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে