সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

'দেশের সুস্থতায় যুবসমাজের ভূমিকা অপরিহার্য'

ময়মনসিংহ বু্যরো
  ১০ নভেম্বর ২০২৪, ০০:০০
'দেশের সুস্থতায় যুবসমাজের ভূমিকা অপরিহার্য'

স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ বলেছেন, দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ হচ্ছে যুবসমাজ। দেশ গঠনে ও সুস্থতা রক্ষায় এ সমাজের ভূমিকা অপরিহার্য। দেশের এ সমাজের প্রায় ৫ কোটি ৩০ লাখ যুব ও যুবনারী যদি একসঙ্গে কাজ করে তাহলে আমরা কোথায় পৌঁছব সেটা আমাদের ভাবা উচিত।'

শনিবার সকালে জেলা পরিষদের সম্মেলন কক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত মাদক ও সন্ত্রাসবিরোধী কর্মকান্ডে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক অনুষ্ঠান ও যুব উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ অন্য দপ্তরের কর্মকর্তা, যুব উদ্যোক্তা, যুব প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার, রেঞ্জ ডিআইজি কার্যালয়ের প্রতিনিধি মোহাম্মদ শরিফুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক হারুন-অর-রশীদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে