সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

বকশীগঞ্জে ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
  ১০ নভেম্বর ২০২৪, ০০:০০
বকশীগঞ্জে ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন!

জামালপুরের বকশীগঞ্জে গভীর রাতে ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মশিউর রহমান লাকপতির ব্যক্তিগত কার্যালয় পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ২টায় কামালপুর মির্ধাপাড়া মোড়ে অবস্থিত ওই কার্যালয়ে আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।

ধানুয়া কামালপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান লাকপতির দাবি, ইউনিয়ন পরিষদের মেম্বারদের সঙ্গে দ্বন্দ্ব ও রাজনৈতিক কারণে তার কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, ২০২২ সালে ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন উপজেলা আওয়ামী লীগের সদস্য মশিউর রহমান লাকপতি। নির্বাচিত হওয়ার পর কামালপুর মির্ধাপাড়া মোড়ে একটি ব্যক্তিগত কার্যালয় স্থাপন করেন। অফিসের কাজের বাইরে তিনি ঠিকাদারি কাজ দেখভাল করার জন্য এ কার্যালয় ব্যবহার করতেন। শুক্রবার রাতে কার্যালয়টি পুড়িয়ে দেওয়া হয়। আগুনে ১০ থেকে ১২ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, বিষয়টি সরেজমিন তদন্ত করা হচ্ছে। কেউ যদি নাশকতামূলক কর্মকান্ড ঘটিয়ে থাকে অবশ্যই তা খুঁজে বের করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে