সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

সংবাদ সংক্ষেপ

  ১০ নভেম্বর ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

সমাবেশ অনুষ্ঠিত

ম আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি

পাবনার আটঘরিয়ায় পৌর যুবদলের উদ্যোগে ঐতিহাসিক জাতীয় বিপস্নব ও সংহতি দিবস উপলক্ষে এক বিশালর্ যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যার পর দেবত্তরস্থ কার্যালয়ে সমাবেশে বক্তব্য রাখেন পৌর যুবদলের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম, সদস্য-সচিব মোহাম্মদ আয়তুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মোজফফর হোসেন মানিক, যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন, যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম, মো. রিপন মিয়া, ১নং ওয়ার্ড যুবদল সভাপতি সুজন প্রামাণিক, সম্পাদক আলাউদ্দিন, ২নং ওয়ার্ড যুবদল সভাপতি রবিউল ইসলাম, সম্পাদক আল-আমিনসহ অন্যরা।

খাবার বিতরণ

ম ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন উদ্যোগে অসহায়, দুঃস্থ, গরিব ও শ্রমজীবীদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে ভাঙ্গুড়া পৌরসদরে সুধীজনের আর্থিক সহযোগিতায় ভাঙ্গুড়া বাসস্ট্যান্ড ও বড়াল ব্রীজ রেল স্টেশন এলাকায় খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা গোলাম রাব্বি, উপদেষ্টা রাশেদুল ইসলাম রঙ্গন, প্রতিষ্ঠাতা স্টুডেন্ট কেয়ার উপদেষ্টা সুন্দর আলী, বিশিষ্ট ব্যবসায়ী মো. জহুরুল ইসলাম, পরিচালক নিরাপদ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার সায়হাম শাওন, পরিচালক বিগ জায়ান্ট আইটি মিজানুর রহমান মিলনসহ অনেকে।

বর্ণাঢ্যর্ যালি

ম সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

জাতীয় বিপস্নব ও সংহতি দিবস উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে বিএনপি জেলা শাখার উদ্যোগে একটি বিশাল বর্ণাঢ্যর্ যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্যর্ যালি বের হয়। পরে বিএনপি কার্যালয়ের সামনে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পুর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবদুল গফুর সরকার, সহ-সভাপতি অ্যাডভোকেট এস এম ওবায়দুল ইসলাম, একরামুল হক কাজী।

আলোচনা সভা

ম কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে ঐতিহাসিক জাতীয় বিপস্নব ও সংহতি দিবস উপলক্ষে একটির্ যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার কালীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সভাপতি একেএম ফজলুল হক মিলনের নেতৃত্বে একটি বর্ণাঢ্যর্ যালি বের হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা হুমায়ুন কবির মাস্টার, সোলায়মান আলম, আশরাফী হাবীবুলস্নাহ, খাইরুল হাসান মিন্টু, খালেকুজ্জামান বাবলু, মোহাম্মদ হোসেন আরমান মাস্টার, ফরিদ আহমেদ মৃধা, মনিরুজ্জামান খান লাভলু প্রমুখ।

সভা অনুষ্ঠিত

ম আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

জাতীয় বিপস্নব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়ন পরিষদের মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক ভিপি। আলী আকবরের সঞ্চালনায় ও পরৈকোড়া ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি মোহাম্মদ আলী ডিলারের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন পরৈকোড়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আবু জাফর। এ সময় আরও বক্তব্য রাখেন আনোয়ারা উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য জামাল উদ্দীন আনছারীসহ অন্য নেতারা।

ফুটবল টুর্নামেন্ট

ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার ইয়ূথ ক্লাব আয়োজিত ইয়ুথ ক্লাব ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে পার্বতীপুর পৌরসভার সরকারপাড়া মাদ্রাসা মাঠে খেলায় জয় স্পোর্টিং ক্লাব পীরগঞ্জ ৩-১ গোলে বগুড়া খেলোয়াড় কল্যাণ সমিতি দলকে পরাজিত করে। পৌরসভার সাবেক কাউন্সিলর মানজুর রশিদের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি আতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি মাহমুদুর রশিদ বাবলু, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান চাঁদ আলী।

কমিটি গঠন

ম মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

ওমান বিএনপির কমিটি গঠনের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। মো. নূর হোসেন তালুকদার সভাপতি, প্রকৌশলী মো. ইউনুছ সিনিয়র সহসভাপতি, মো. ঈশা সিরাজ চৌধুরী সাধারণ সম্পাদক, আব্দুল নবী এ. কে. খান যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রকৌশলী মো. সাইদুলকে সাংগঠনিক সম্পাদক করে ২২১ সদস্যবিশিষ্ট ওমান বিএনপির কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। ৪ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কমিটির অনুমোদন করেন। কমিটি অনুমোদন হওয়া নেতাকর্মীদের মধ্যে প্রাণসঞ্চার ফিরে আসে।

শিক্ষা বৈঠক

ম কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের কাহারোল উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী শাখার উদ্যোগে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় কাহারোল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সম্মেলন কক্ষে কাহারোল উপজেলা শাখার জামায়াতে ইসলামী আমির মো. তরিকুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা আমির অধ্যক্ষ মো. আনিসুর রহমান, বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী দিনাজপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশি জেলা কর্মপরিষদ সদস্য মো. খোদাবখস, মো. শহিদুল ইসলাম খোকন, তৈয়ব আলী, অধ্যাপক আবু তাহের সিদ্দিকি ও মাওলানা আবু বক্কর সিদ্দিকি প্রমুখ।

রাস্তা নির্মাণ

ম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে ৮নং হাটকালুপাড়া ইউনিয়নের চক শিমলা উত্তরপাড়ার জনসাধারণের উদ্যোগে শনিবার সকাল থেকে স্বেচ্ছাশ্রমে চকশিমলা উত্তরপাড়ার গফুর আলী বাড়ি থেকে সখী উদ্দীনের পুকুরপাড় পর্যন্ত রাস্তা নির্মাণ করা হয়েছে। রাস্তা নির্মাণের সহযোগিতায় ছিলেন মো. শহিদুল ইসলাম খোকন, ইউপি সদস্য মো. আজিজার রহমান, সাবেক ইউপি সদস্য মো. সৈয়দ আলী সরদার, মো. ইসমাইল হোসেন, সাইদুল ইসলাম, রফিকুল ইসলাম, এমরান হোসেন, সামসুর রহমান, তাজেলসহ উত্তরপাড়ার জনসাধারণ ও চকশিমলা গ্রামবাসী।

মিলাদ মাহফিল

ম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপি সরকারের সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী সাবেক সংসদ সদস্য জাফরুল ইসলাম চৌধুরীর দ্বিতীয় মৃতু্যবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বাঁশখালী উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলার কাথরিয়াস্থ একটি মসজিদে যুবদল নেতা অ্যাডভোকেট মোহাম্মদ মিজানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন কাথরিয়া ইউনিয়ন বিএনপির সদস্য-সচিব নুরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনজুরুল হকসহ অন্য নেতারা।

মিলনমেলা

ম পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

স্বেচ্ছায় রক্তদান সংগঠন ঠাকুরগাও বস্নাড ডোনার অর্গানাইজেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ মিলন মেলা হয়। সকালে পাইলট উচ্চ বিদ্যালয় থেকের্ যালি বের করা হয়। পরে সেখানে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক এমপি জাহিদুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, জেলা সিপিবির সাধারণ সম্পাদক অ্যাড. আবু সায়েম, পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, পৌর বিএনপির সহসভাপতি আসাদুজ্জামান চৌধুরী মানু, সাংবাদিক মোকাদ্দেস হায়াত মিলন প্রমুখ।

আলোচনা সভা

ম টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

টঙ্গী গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক জাতীয় বিপস্নব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে টঙ্গীর এরশাদ নগর বিএনপির কার্যালয়ে টঙ্গীর এরশাদ নগরের বিএনপির সাবেক সভাপতি মুজিবুর রহমান মাস্টারের সভাপতিত্বে ও সাবেক বিএনপির সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন সরকারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বৃহত্তর টঙ্গী থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম কামু। বিশেষ অতিথি ছিলেন সাবেক টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের জিএস স্বপন, আতাউর রহমান সেন্টু, জনি, কিবরিয়া খান, সোহেল চৌধুরী, বাবুল মিয়া, আলাউদ্দিন মিয়া প্রমুখ।

সড়কে বাল্ব স্থাপন

ম মাধবদী (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর মাধবদীতে সামাজিক সংগঠন 'হিলফুল ফুজুল ইসলামিক সংগঠন কবিরাজপুর' এর উদ্যোগে গ্রামের প্রতিটি রাস্তায় বৈদু্যতিক বাল্ব স্থাপন করা হয়েছে। কবিরাজপুর গ্রামের রাস্তাগুলোর প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে বৈদু্যতিক বাল্ব স্থাপন করায় গ্রামবাসীর চলাচল আরও সহজ ও নিরাপদ হয়েছে।

গ্রামবাসীর সন্ধ্যা নেমে আসলে চলাফেরা করতে খুবই অসুবিধায় পড়তে হতো। অন্ধকারে চলাফেরা করার কারণে অনেকে সড়ক দুর্ঘটনায় পড়েন। বিশেষ করে মহিলা ও শিশুদের জন্য ছিল খুবই বিপজ্জনক। এই সমস্যার কথা মাথায় রেখে 'হিলফুল ফুজুল ইসলামিক সংগঠন কবিরাজপুর' প্রতিটি রাস্তার গুরুত্বপূর্ণ পয়েন্টে নতুন বৈদু্যতিক বাল্ব স্থাপন করে।

ফ্রি মেডিকেল ক্যাম্প

ম ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ভান্ডারিয়ায় বিএনপির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। শনিবার উপজেলার নদমুলা শিয়ালকাঠী ইউনিয়নের নদমুলা দাখিল মাদ্রাসা মাঠে ও ২২নং হেতালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে পৃথক দু'টি ক্যাম্পের চিকিৎসাসেবা উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আহমেদ সোহেল মঞ্জুর সুমন। এ সময়ে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মো. তোহা, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল হাই হাওলাদার, সদস্য-সচিব মনির হোসেন আকন, নদমুলা ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল কবির জমাদ্দার, যুবদলের সাধারণ সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান প্রমুখ।

সম্মাননা প্রদান

ম নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৫০ জন কিশোর-কিশোরীকে কাজের স্বীকৃতি হিসেবে সম্মাননা প্রদান করা হয়েছে। পস্নান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এবং মহিদেব যুবসমাজ কল্যাণ সমিতির (এমজেএসকেএস) আয়োজনে শনিবার উপজেলা পরিষদ অডিটরিয়ামে সম্মাননা স্মারক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আমেদ। বিশেষ অতিথি ছিলেন মহিদেব যুবসমাজ কল্যাণ সমিতির সেন্ট্রাল মনিটরিং অফিসার ভুদেব চন্দ্র রায়, সিএনবি প্রকেক্টের কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান, টেকনিক্যাল অফিসার ইলিয়াস আলী ও ফেরদৌউস আলম প্রমুখ।

বিনামূল্যে চক্ষুশিবির

ম স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার

মৌলভীবাজারে ইটা ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে চক্ষুশিবির সম্পন্ন হয়েছে। শনিবার সকালে রায়পুর উচ্চ বিদ্যালয়ে ৩০০ ও বাছাই করা ৪০ জন রোগী এবং বিএন এসবি চক্ষু হাসপাতালের এসময় চিকিৎসা সহায়তা দেন মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসকরা। সংস্থার সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে ও আলী রাব্বী রতনের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএমএ-এর সাবেক সভাপতি ডা. এমএ আহাদ। এ সময় উপস্থিত ছিলেন ইসকসের উপদেষ্টা সরওয়ার আহমদ, ইসকস উপদেষ্টা মাওলানা গোলাম হোসেন সাহেব।

আলোচনা সভা

ম নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

জাতীয় বিল্পব ও সংহতি দিবস উপলক্ষে নিকলী উপজেলার কারপাশা ইউনিয়ন বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে কারপাশা ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে প্রধান অতিথির বক্তব্য রাখেন সৈয়দ এহসানুল হুদা। নিকলী উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি আ. ছাত্তারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি অ্যাডভোকেট শাহআলম, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাসিমুল হক, নিকলী উপজেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম লিটন, আশরাফুল আলম আশরাফ, বাজিতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আনিসুর রহমান খোকন।

স্মরণ সভা

ম ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার সদ্যপ্রয়াত বিএনপি নেতা ছাব্বিশা গ্রামের কৃতীসন্তান রফিকুল ইসলামের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ছাব্বিশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সম্পাদক সেলিমুজ্জামান সেলু, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সম্পাদক খন্দকার গিয়াস উদ্দিন। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ভূঁইয়া, সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন।

সভা অনুষ্ঠিত

ম বুড়িচং (কুমিলস্না) প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলা শাখার আয়োজনে বুড়িচং প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিলস্না-৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ড. মো. মোবারক হোসাইন। সভায় বুড়িচং উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মো. অহিদুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. সাইফুল আলমের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সাবেক ডিজিএম ইইঞ্জিনিয়ার মো. আবদুল মুনতাকিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা উত্তর সভাপতি অধ্যাপক মো. গিয়াস উদ্দিন।

কোচিং সেন্টার উদ্বোধন

ম দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি বাজারে অরবিট কোচিং সেন্টার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর (পূর্ব) অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মু. নুরুজ্জামান লিটন। অনুষ্ঠানে অরবিট কোচিং সেন্টারের পরিচালক প্রভাষক আলাউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জয়নগর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব গোলাম মোর্শেদ শিবলী, জামায়াতে ইসলামী জয়নগর ইউনিয়ন শাখার সভাপতি এজাজুল হক, দাওকান্দি শাখার সভাপতি মোকারাম হোসেন, জয়নগর ইউনিয়ন কৃষকদলের সভাপতি জয়নাল আবেদীন প্রমুখ।

শপথ অনুষ্ঠান

ম কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা জামায়াতে ইসলামীর আমির হিসেবে শপথ নিয়েছেন মনসুর মোহাম্মদিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. আব্দুল মুন্তাজিম। শুক্রবার বিকালে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ শপথ অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের বিদায়ী আমির প্রভাষক মো. হামিদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান। সমাবেশে আমির নির্বাচিত হন সহকারী অধ্যাপক মো. আব্দুল মুন্তাজিম। এ ছাড়া ১০ জন মজলিশে শূরা সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

মতবিনিময় সভা

ম সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগ পৌরশহরের একমাত্র বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সেনবাগ আইডিয়াল হাইস্কুলের শিক্ষা ও সার্বিক মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্কুল অডিটরিয়ামে স্কুলের সভাপতি কানকিরহাট কলেজের প্রভাষক আবু নাঈম খানের সভাপতিত্বে ও পরিচালক ও সহসভাপতি আবু ছায়েদের সঞ্চালনায় বক্তব্য রাখেন কানকিরহাট ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, তাহিরপুর তামিরুল উম্মত মাদ্রাসার সিনিয়র শিক্ষক আবদুল মাজেদ, আইডিয়াল হাইস্কুলের পরিচালক ও সেনবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিলিপ কুমার ভৌমিক প্রমুখ।

কমিটি গঠন

ম স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল

টাঙ্গাইল সদর উপজেলা ছাত্র অধিকার পরিষদের ৩৯ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে আল আমীন উদয়কে সভাপতি ও এইচএম সিয়াম আহম্মেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। শুক্রবার রাতে টাঙ্গাইল জেলা শাখার ছাত্র অধিকার পরিষদের সভাপতি ফাহাদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নবাব আলীর স্বাক্ষরিত পত্রে আগামী এক বছরের জন্য ওই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির অন্যরা হলো- সহ-সভাপতি আশরাফুল ইসলাম নিলয়, অনিক হাসান, শাকিল, শাহরিয়ার খান আকাশসহ অন্যরা।

কুরআন বিতরণ

ম ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে গেস্নাবাল সেন্টার ফর কুরআন অ্যান্ড পিসের বয়স্ক শিক্ষার্থীদের মধ্যে কোরআন শরিফ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে শহরের কুটুম কমিউনিটি সেন্টারে সংগঠনটির পরিচালক ব্যারিস্টার তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ সিদ্দিকীয়া মাদ্রাসার অধ্যক্ষ রুহুল কুদ্দুস। বক্তব্য রাখেন কালীগঞ্জ শোয়াইবনগর কামিল মাদ্রাসার অধ্যক্ষ নুরুল হুদা, ঝিনাইদহ সিদ্দিকীয়া মাদ্রাসার সহ-অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, এসএটিভির ঝিনাইদহ জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ, সাবেক অধ্যক্ষ রবিউল ইসলাম, গেস্নাবাল সেন্টার ফর কোরআন অ্যান্ড পিসের সদস্য খালেদ আহমেদ।

ভিত্তি প্রস্তর স্থাপন

ম ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলার জাড়িয়া, শাহপুর, সাতশৈয়া (তিন রাস্তার মোড়) মদিনাতুল উলুম কওমি মহিলা মাদ্রাসা ও এতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানার আয়োজনে ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন আমেরিকা প্রবাসী শেখ আনসার আলী। শাহিদুল হক সোহেলে সভাপতিত্বে ছিলেন মাদ্রাসা সুপার মুফতি শরিফুল ইসলাম, বিশ্বাস আনোয়ার হোসেন, প্রাক্তন প্রধান শিক্ষক শেখ সিদ্দিকুর রহমান, সমাজসেবক শেখ সিদ্দিকুর রহমান, হাফেজ শহিদুল ইসলাম, মাওলানা রুহুল আমীন, ফকিরহাট প্রেস ক্লাব সভাপতি অ্যাডভোকেট কাজী ইয়াছিন।

সমাবেশ অনুষ্ঠিত

ম চৌদ্দগ্রাম (কুমিলস্না) প্রতিনিধি

কুমিলস্নার চৌদ্দগ্রামে শ্রীপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ওলামা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ইউনিয়নের পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল হাসনাত মু. আবদুল হালিম। প্রধান বক্তা ছিলেন কুমিলস্না দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান। ভার্চুয়াল পদ্ধতিতে দারসুল কোরআন পেশ করেন মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা'র ন্যাশনাল প্রেসিডেন্ট শায়েখ মাওলানা দেলোয়ার হোসাইন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ বেলাল হোসাইন, কুমিলস্না দক্ষিণ জেলা ওলামা বিভাগের সেক্রেটারি অধ্যাপক মফিজুর রহমান।

লোহার সরঞ্জাম উদ্ধার

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলার সুখদাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় ১২৫০ কেজি লোহার সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এসময় একটি আলমসাধু জব্দ করা হয়েছে। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন সুখদাড়া বাসস্ট্যান্ড এলাকায় একটি আলমসাধুসহ লোহার বিভিন্ন সরঞ্জাম পরিত্যাক্ত অবস্থায় পড়ে আছে। এমন খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে একটি আলমসাধুসহ ১২৫০ কেটি লোহার সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মালামাল থানায় নিয়ে আসা হয়। এ ব্যাপারে একটি সাধারণ ডায়রি করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে