সোমবার, ১২ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

'আজকের কৃতী শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়বে'

শিবপুর ( নরসিংদী) প্রতিনিধি
  ২২ নভেম্বর ২০২৪, ০০:০০
'আজকের কৃতী শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়বে'
নরসিংদীর শিবপুরে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বশির আহমেদ -যাযাদি

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ঢাকা জেলার নির্বাহী প্রকৌশলী বশির আহমেদ বলেছেন, 'যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। শিক্ষিত জাতি ছাড়া জাতির উন্নতি সম্ভব নয়। আজকের কৃতী শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়বে।'

তিনি বৃহস্পতিবার শিবপুর উপজেলার চৈতন্যা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২০২৪ ব্যাচের ১৫ জন জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক এবং ষষ্ঠ শ্রেণিতে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের যেসব কৃতী শিক্ষার্থী ভর্তি হয়েছে তাদের মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক, ম্যানেজিং কমিটির সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ এবং অভিভাবকরা এ সময় উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে