বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

আমরা এখন ঐক্যবদ্ধ :বিএনপি নেতা নাসের

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
  ০৭ ডিসেম্বর ২০২৪, ০০:০০
আমরা এখন ঐক্যবদ্ধ :বিএনপি নেতা নাসের

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান বলেছেন, 'আমরা এখন ঐক্যবদ্ধ। দেশে কি আর আওয়ামী লীগ বা নৌকা বলে কোনো কিছু আছে? তারা পালিয়েছে।'

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার দুপুর ১টা থেকে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত শহরের পুরান বাজারে আয়োজিত কর্মিসমাবেশে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম বেলালের সঞ্চালনায় অতিথি বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান, জেলা আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান (ভিপি মিজান) ও অ্যাড. আবেদ রাজা, জেলা আহ্বায়ক কমিটি রসদস্য ও শ্রীমঙ্গল কর্মিসমাবেশের প্রধান সমন্বয়ক মোয়াজ্জেম হোসেন মাতুক সমন্বয়ক গাজী মারুফ, জেলা আহ্বায়ক কমিটির সদস্য মোশাররফ হোসেন বাদশা, আব্দুল মুকিত, মাওলানা আব্দুল ওয়ালী সিদ্দিকী, মুহিতুর রহমান হেলাল, হেলুমিয়া, বকসি মিছবাউর রহমান, মনোয়ার আহমেদ রহমান, শ্রীমঙ্গল পৌর সভার সাবেক মেয়র মহসিন মিয়া মধু, মতিন বক্স, স্বাগত কিশোর দাশ চৌধুরী, মো. ফখরুল ইসলাম, আনিসুজ্জামান বায়েছ, আলহাজ মুজিবুর রহমান চৌধুরী, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, তাজউদ্দিন তাজ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে