সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে শনিবার সকাল ১১টায় উপজেলা সদরের বিভিন্ন সড়কে পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনা করা হয়।
প্রেস ক্লাব সভাপতি সহ-অধ্যাপক সামিউল আযম মনিরের নেতৃত্বে প্রেস ক্লাবের সব সদস্যদের উপস্থিতিতে উপজেলা সদরের বিভিন্ন সড়কে পলিথিন, আবর্জনা পরিষ্কার কর্মসূচি পালনসহ জনসাধারণ ও ব্যবসায়ীদের বর্জ্য রাখার পাত্র স্থাপন করার পরামর্শ প্রদান করা হয়। পরিচ্ছন্নতা কর্মসূচিতে উৎসাহ প্রদানে অতিথি হিসেবে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার রণী খাতুন।
এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, সদস্য রণজিৎ বর্মন, শেখ আফজালুর রহমান, আবু সাঈদ, মুনসুর রহমান, তপন বিশ্বাস,আব্দুল কাদের প্রমুখ।