বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

পাবনায় ছুরিকাঘাতে শিক্ষার্থীকে হত্যা আটক ১

পাবনা প্রতিনিধি
  ০৮ ডিসেম্বর ২০২৪, ০০:০০
পাবনায় ছুরিকাঘাতে শিক্ষার্থীকে হত্যা আটক ১

পাবনায় ওয়াজ মাহফিলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে শিমুল হোসেন (২১) নামে এক যুবকের মৃতু্য হয়েছে। গত শুক্রবার রাত ৮টার দিকে সদর উপজেলার চরঘোষপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুজন ছুরিকাঘাতে আহত হয়েছেন। ঘটনার জেরে শান্ত হোসেন (২৮) নামে একজনকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম।

নিহত শিমুল চরঘোষপুর গ্রামের শাহীন হোসেনের ছেলে। তিনি পাবনা জিলা স্কুলের এসএসসি ২২ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। আহতরা একই এলাকার কাওসার হোসেন (১৯) ও দিসার আলী (২০)।

পুলিশ জানায়, সদর উপজেলার চরঘোষপুর গ্রামে একটি ওয়াজ মাহফিল চলছিল। মাহফিলের প্যান্ডেলের বাইরে বসা মেলার মধ্যে কয়েকজন যুবকের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এ সময় তিনজন আহত হয়। এর মধ্যে শিমুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পাবনা জেনারেল হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চিকিৎসা নেওয়ার আগেই মারা যায় শিমুল। ওসি আব্দুস সালাম জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনও মামলা হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে