শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

চট্টগ্রামে ৫ দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল শুরু

চট্টগ্রাম বু্যরো
  ২৮ জানুয়ারি ২০২৫, ০০:০০
চট্টগ্রামে ৫ দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল শুরু

ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের উদ্যোগে প্যারেড ময়দানে ৫ দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল শুরু হয়েছে। প্রস্তুতির অংশ হিসেবে গত ২০ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত নগরব্যাপী মাইকিংসহ মাহফিলের সার্বিক প্রচার কাজ সম্পন্ন হয়।

সোমবার নগরের চকবাজার প্যারেড মাঠে বাদে মাগরিব থেকে এই মাহফিল শুরু হয়। মাহফিলের প্রথম দিন বক্তব্য রাখেন মাওলানা আবদুলস্নাহ আল আমিন। এছাড়া মাহফিলের দ্বিতীয় দিন বক্তব্য রাখবেন মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনছারী, তৃতীয় দিন মুফতী আমির হামজা, চতুর্থ দিন মাওলানা কামালুদ্দীন জাফরী এবং পঞ্চম ও শেষ দিনে বক্তব্য রাখবেন ড. মিজানুর রহমান আজহারী। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্র্ব‌তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমীর শাহজাহান চৌধুরী বলেছেন, এ ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল একটি ধর্মীয় মাহফিল। মহাগ্রন্থ আল কুরআনের দাওয়াত মানুষের নিকট তুলে ধরার লক্ষ্যে এ মাহফিলের আয়োজন করা হয়।

তিনি আরও বলেন, জাতি ধর্ম বর্ণ ও দল নির্বিশেষে সকলেই এ মাহফিলে অংশগ্রহণ করে থাকে। সকলকে তিনি এ মাহফিল সফল করার জন্য উদাত্ত আহ্বান জানান।

আয়োজকরা জানিয়েছেন, প্যারেড মাঠের মূল প্যান্ডেলে এবার মহিলা প্যান্ডেল রাখা হয় নাই। মূল প্যান্ডেলে রয়েছে পুরুষ শ্রোতাদের বসার ব্যবস্থা, মেহমান ও সাংবাদিকদের বসার বিশেষ ব্যবস্থা, সেনিটেশন ব্যবস্থা, দর্শক-শ্রোতাদের মৌলিক প্রয়োজন ও চাহিদা পূরণের সহায়তায় প্রয়োজনীয় স্টল। স্বেচ্ছাসেবকগণ মাঠের নিয়ম শৃঙ্খলা সংরক্ষণের দায়িত্ব পালন করছেন। সঙ্গে ছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

মহিলা প্যান্ডেল: মাহফিলের মহিলা শ্রোতাদের আসা যাওয়া বসা ও শোনার সহজ ব্যবস্থার উদ্দেশ্যে এবার মূল মাঠের দক্ষিণে মহসিন কলেজের মাঠ, কাজেম আলী হাই স্কুল ও গুলজার বেগম হাই স্কুলে এবং মূল মাঠের উত্তরে কিশালয় কমিউনিটি সেন্টার ও কাপাসগোলা কলেজে মহিলা প্যান্ডেল রয়েছে। এই সব প্যান্ডেলে মহিলাদের বসার, শোনার ও প্রয়োজনীয় যথাসম্ভব সেনিটেশন ব্যবস্থা থাকবে। নিয়ম শৃঙ্খলার উদ্দেশ্যে মহিলা স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে