শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

পীরগঞ্জে আন্তঃনগর ট্রেন থেকে নামার সময় কাটা পড়ে যাত্রীর মৃতু্য

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
  ২৮ জানুয়ারি ২০২৫, ০০:০০
পীরগঞ্জে আন্তঃনগর ট্রেন থেকে নামার সময় কাটা পড়ে যাত্রীর মৃতু্য

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ রেল স্টেশনে আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক বৃদ্ধা ট্রেন যাত্রীর মৃতু্য হয়েছে। গত রোববার রাত পৌনে ১০টার দিকে একতা এক্সপ্রেস ট্রেন থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে।

পীরগঞ্জ রেল স্টেশনের সহকারী মাস্টার জনতা রানী রায় জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি পীরগঞ্জ রেল স্টেশনে যাত্রা বিরতি দিয়ে আবার গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় এক বৃদ্ধ যাত্রী তড়িঘড়ি করে পস্নাটফর্ম এলাকায় নামার চেষ্টা করেন। এ সময় ওই যাত্রী ট্রেনের নিচে পড়ে যান। এতে তার দুই পা কাটা পড়ে। পীরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, ট্রেনে কাটা পড়ে মারা যাওয়া ওই বৃদ্ধের নাম পরিচয় এখনো জানা যায়নি। অনুসন্ধান চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে