জলবায়ু পরিবর্তনরোধ, জীবাশ্ম জালানীর পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানী উৎপাদন বৃদ্ধিকল্পে জ্বালানী ক্ষেত্রে সুশাসন নিশ্চিতের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় সচেতন নাগরিক কমিটি-সনাক'র উদ্যোগে মানবন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সনাক সভাপতি সাংবাদিক আবদুন নূর।
দিবসটি তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সনাক সহ-সভাপতি প্রকৌশলী আশরাফ হোসেন, এসিজি সদস্য ও সাংবাদিক শাহাদৎ হোসেন, এসিজি সদস্য ও নদী ও প্রকৃতি বিষয়ক সামাজিক সংগঠন তরী বাংলাদেশ'র আহবায়ক শামীম আহমেদ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য সাংবাদিক মো. আরজু। ধারণাপত্র পাঠ করেন ইয়েস সদস্য শফিউলস্নাহ দূর্জয় এবং সঞ্চালনা করেন ইয়েস দলনেতা রিফাত আল হাসান।