শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২
খুলনায় চার মাসে ১২ খুন!

খুবি শিক্ষার্থী অর্ণব হত্যার কিনারা খুঁজছে পুলিশ

মো, আতিয়ার রহমান, খুলনা
  ২৮ জানুয়ারি ২০২৫, ০০:০০
খুবি শিক্ষার্থী অর্ণব হত্যার কিনারা খুঁজছে পুলিশ

খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অর্নব সরকার হত্যাকান্ডে থানায় অজ্ঞাতনামা আসামিদের নামে মামলা করেছে নিহতের পিতা নীতিশ সরকার। হত্যাকান্ডের রহস্য উদঘাটনে বাবার ঠিকাদারী ব্যবসা, নারী সংশ্লিষ্ট বিষয়, সন্ত্রাসী গ্রম্নপের কোন সংশ্লিষ্টতাসহ নানা বিষয় খতিয়ে দেখছে পুলিশ। তবে নিহতের পরিবারের দাবি অর্নব শান্ত শিষ্ট ছেলে, রাজনীতি বা সন্ত্রাসী গ্রম্নপের সঙ্গে কোন সংশ্লিষ্টতা নেই তার।

গত শুক্রবার বিকালে নগরীর ইসলাম কমিশনার মোড়ের বাসা থেকে বের হয় অর্ণব সরকার। রাত আটটার দিকে তাকে বসুপাড়া এতিম খানা মোড়ে দেখা যায় বলে জানায় পরিবার। রাত আটটার দিকে খুলনা মহানগীর তেঁতুলতলা মোড়ে সন্ত্রাসীদের গুলি ও ধঁড়ালো অস্ত্রের আঘাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র অর্নব সরকার নিহত হয়। পরিবারের সদস্যরা বলছেন হত্যার কারন হিসাবে তারা কিছুই ভাবতে পারছেন না। অর্ণব বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং শেষ করে খুলনা বিশ্ববিদ্যালয়ের এমবিএ পড়ছিল সে আর বাবা নীতিশ সরকারের ঠিকাদারী পেশায় সহযোগিতা করত। দুই ভাইয়ের মধ্যে সে বড়। তার কেন রাজনৈতিক বা সন্ত্রাসী সংশ্লিষ্টতা নেই।

অর্ণব হত্যাকান্ড নিয়ে খুলনায় গত চার মাসে বারোটি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। যানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নাগরিক নেতারা।এদিকে শনিবারও সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ছোপ ছোপ রক্ত পড়ে আছে। জায়গাটি ইট দিয়ে ঘিরে রাখা হয়েছে। উৎসুক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছেন। খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপকমিশনার (দক্ষিণ) মো. মনিরুজ্জামান মিঠু বলেন, ঘটনার পরপরই বিভিন্ন জায়গায় অভিযান শুরু হয়েছে। বিভিন্ন দিক মাথায় নিয়েই তদন্ত কার্যক্রম চলছে।

সোনাডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম জানান, এই হত্যাকান্ডের ঘটনায় নিহতের পিতা শনিবার রাতে থানায় অজ্ঞাত নামা ২৫-৩০ জনকে আসামি করে মামলা করেছেন। মামলা নং ২৬, তারিখ ২৫/০১/২৫। তিনি আরও বলেন, অর্ণবের শরীরে বেশ কয়েকটি গুলির চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে তিনটি পিস্তলের গুলি ও একটি শটগানের গুলি উদ্ধার করা হয়েছে। বেশ কয়েকটি বিষয় মাথায় রেখে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।

এদিকে চার মাসে ১২ খুনে উদ্বেগ প্রকাশ করেছেন নাগরিক নেতারা। খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার বলেন, নগরীর আইনশৃঙ্খলা এতো অবনতি হয়েছে। সন্ধ্যার পর মানুষ ঘরের বাইরে বের হতে ভয় পাচ্ছেন। এতে অস্ত্রের ঝনঝনানি ও লাশ এর আগে খুলনাবাসী দেখেনি। আইন-শৃঙ্খলা বাহিনী শুধু মুখে মুখে তৎপরতার কথা বলছে। কিন্তু বাস্তবে তার কোন চিহ্ন নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে