মেডিকেল কলেজ শিক্ষার্থী ও বহিরাগতদের মধ্যে সংঘাতময় অপ্রীতিকর ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাঙামাটি মেডিকেল কলেজ (রামেক) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আয়াদ শরীফ সিরাজকে দুই বছরের জন্য একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ। একই সঙ্গে শাখা ছাত্রলীগের এই নেতাকে আজীবনের জন্য কলেজ ছাত্রাবাস থেকেও বহিষ্কার করা হয়েছে।
এছাড়া একই অভিযোগে শাখা ছাত্রলীগের আরও ৫ নেতাকে ৩ মাসের জন্য রাঙামাটি মেডিকেল কলেজ ছাত্রাবাস থেকে বহিষ্কার করা হয়। আগামী ১ ফেব্রম্নয়ারি থেকে এ শাস্তি কার্যকর হবে বলে জানিয়েছে রাঙামাটি মেডিকেল কলেজ প্রশাসন।
ছাত্রাবাস থেকে বহিষ্কৃত ৫ ছাত্রলীগ নেতা হলেন- শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিক্রম আদিত্য চাকমা (সেশন ২০২০-২১), সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ হোসেন (সেশন ২০২১-২২), সাংগঠনিক সম্পাদক সৃজন কান্তি দে (সেশন ২০২২-২৩, সাংগঠনিক সম্পাদক অভিজিৎ কুমার বৈদ্য (সেশন ২০২২-২৩) এবং সাংগঠনিক সম্পাদক সিং সিং এ মং মারমা (সেশন ২০২২-২৩)।
গত ২৬ জানুয়ারি রাঙামাটি মেডিকেল কলেজের সিট বরাদ্দ কমিটির সমন্বয়ক ও সহকারী অধ্যাপক (কার্ডিওলজি) ডা. হাবিবুল ইসলাম চৌধুরীর সই করা এক নোটিসে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।