ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার স্কুলশিক্ষককে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গত রোববার রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শিক্ষক জসীম উদ্দিন পার্শ্ববর্তী আখাউড়া উপজেলার খরমপুর উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক।
তিনি গোপীনাথপুর গ্রামের মতিউর রহমানের ছেলে।
জানা গেছে, স্কুল শিক্ষক জসিম মিয়ার কাছে পার্শ্ববর্তী আখাউড়া উপজেলার মুনিয়ন্দ গ্রামের কয়েকজন স্কুল ছাত্রী প্রাইভেট পড়তে আসত। স্কুলছাত্রীদের রাস্তায় প্রায়ই উত্ত্যক্ত করত রাকিব মিয়া (২৫), শাকিব মিয়া (২২), নাইম মিয়া (২২) নামে তিনজন যুবক।
শিক্ষক জসীম মিয়া বখাটে তিন যুবক ইভটিজিং করতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে রোববার রাতে তাদের বাড়ির পাশে রাস্তায় একা পেয়ে শিক্ষক জসীম উদ্দিনকে কুপিয়ে গুরুতর জখম করেন তারা।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের বলেন, সংঘর্ষে দুই পক্ষেরই বেশ কয়েকজন লোক আহত হয়েছে। এই ঘটনায় থানায় মামলার প্রক্রিয়াধীন রয়েছে।