নীলফামারীর ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল আলম একই সঙ্গে ৪টি দপ্তরের দায়িত্ব পালন করছেন। ৪টি দপ্তর সামলাতে তিনি কঠোর পরিশ্রম করে গভীর রাত পর্যন্ত অফিস করছেন। এসবের দায়িত্ব পালন করতে গিয়ে দাপ্তরিক কাজের গতি কমে গেছে। অনেক সময় দপ্তরের কর্মকর্তাদের উপর বিশ্বাস রেখে সাক্ষর করতে হচ্ছে। ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার পতনের পর উপজেলা পরিষদ চেয়ারম্যানদের অপসারণ করা হলে তিনি অতিরিক্ত দায়িত্ব পান। অপর দিকে সরকার পৌরসভার মেয়র এবং কাউন্সিলরদের অপসারণ করায় সহকারী কমিশনার (ভূমি) ডোমার পৌরসভার পৌর প্রশাসক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেন।
সম্প্রতি সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা বদলিজনিত কারণে ইউএনওকেই নিতে হয় অতিরিক্ত দায়িত্ব। সেই সঙ্গে দায়িত্ব পান পৌর প্রশাসকের। ফলে তিনি বর্তমানে ৪টি দপ্তরের দায়িত্ব পালন করেছেন। একাই ৪টি দপ্তরের দায়িত্ব পালন করতে গিয়ে অনেকটাই হিমশিম খেতে হচ্ছে।
এদিকে পৌরসভার সহায়তা কমিটির এক সদস্য উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অবসরে যাওয়ায় দুটি ওয়ার্ডের নাগরিক সেবার কাজগুলো সামলাত হচ্ছে।