বন্ধুত্ব করি-দেশ গড়ি যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের এ প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে সিদ্ধিরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম বলেছেন, আসুন দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। মানবসেবায় আমরা সবাই এগিয়ে আসি। আমরা সবাই মানবিক হই। যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম অসহায় শীতার্তদের শীতবস্ত্র বিতরণ এটা মানবিক কাজ। যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের মত এরকম মানবিক কাজে অন্যরাও এগিয়ে আসলে সমাজে অসহায় মানুষদের কিছুটা হলেও দুর্ভোগ লাঘব হবে।
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে নাসিক ১নং ওয়ার্ডের পাইনাদী পূর্ব এলাকায় অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে দৈনিক যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনুর আলম এ সব কথা বলেন। বুধবার মা আমেনা মেমোরিয়াল কিন্ডারগার্টেন স্কুল মাঠে শীতার্তদের শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাইনাদী দারুল উলুম মাদ্রাসার সভাপতি সিরাজুল ইসলাম। দৈনিক যায়যায়দিন সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি শাহনেওয়াজ ভুঁইয়া বাবুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দৈনিক আজকালের সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক আতিক আজিজ, দৈনিক যায়যায়দিন বিভাগীয় সম্পাদক জ্যোতিষ সমাদ্দার বাবু, দৈনিক জনকণ্ঠ নারায়ণগঞ্জ জেলার স্টাফ রিপোর্টার খলিলুর রহমান, সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি কবির হোসেন প্রমুখ।