বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

বারহাট্টায় নারী শান্তি ও নিরাপত্তা বিষয়ক স্টিয়ারিং কমিটির সভা

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
  ৩১ জানুয়ারি ২০২৫, ০০:০০
বারহাট্টায় নারী শান্তি ও নিরাপত্তা বিষয়ক স্টিয়ারিং কমিটির সভা

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৩২৫ রেজুলেশনের ভিত্তিতে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্ম পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশে গঠিত বারহাট্টা উপজেলা স্টিয়ারিং কমিটির পঞ্চম সভা বুধবার বারহাট্টা বিএনপিএসএমএফটি কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, নারী নেত্রী, শিক্ষক, সংস্কৃতিকর্মী, স্থানীয় সরকার ও যুব প্রতিনিধিদের নিয়ে গঠিত উপজেলা স্টিয়ারিং কমিটি বারহাট্টায় নারীর শান্তি ও নিরাপত্তায় তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। সভায় বিগত সভার সিদ্বান্ত অনুযায়ী বাস্তবায়িত কার্যক্রম, ফলাফল, নারীর প্রতি সহিংসতা মোকাবেলায় চ্যালেঞ্জ ও উত্তোরনের কৌশল এবং জাতীয় কর্মপরিকল্পনাটিকে লোকালাইজড করার উপায় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মহিলা পরিষদ বারহাট্টা উপজেলা শাখার সম্পাদক ও স্টিয়ারিং কমিটির সদস্য নীলুফা সুলতানার সভাপতিত্বে সমন্বয়ক উন্নয়ন কর্মকর্তা মাজহারুল ইসলামের পরিচালনায় তাকে সহযোগিতা করেন বিএনপিএস বারহাট্টা কেন্দ্রের কেন্দ্র ব্যবস্থাপক সুরজিত কুমার ভৌমিক। সভায় সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনিতা পাল, আনসার ভিডিপি কার্যালয়ের উপজেলা ট্রেইনার তাজ উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের ট্রেইনার কহিনুর আক্তার, ইউপি চেয়ারম্যান নাসিম উদ্দিন তালুকদার, প্রভাষক আমিনুল ইসলাম রিজভী, নারী নেত্রী রুমানা জাহানসহ অন্যান্যরা উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে