পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে নীলফামারীর বড় মাঠে মাসব্যাপী পুনাক শিল্প পণ্য মেলা শুরু হয়েছে। গত রোববার বিকেল সাড়ে ৫টার দিকে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এ সময় পুলিশ সুপার মোর্শেদ আলম, জেলা বিএনপির সভাপতি আখম আলমগীর সরকার ও সাধারণ সম্পাদক জহুরুল আলম, জেলা জামায়াতের সেক্রেটারী আন্তাজুল ইসলাম এবং মা ডেকোরেটর এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট'র স্বত্বাধিকারী আনিসুর রহমান আনিস ও পুনাকের নারী সদস্যরা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মোর্শেদ আলম জানান, বিভিন্ন পণ্য, আসবাব পত্র, পোষাক ছাড়াও শিশুদের বিনোদনের জন্য রাইডস থাকছে এই মেলায়। মেলায় ৫০টি স্টল স্থান পেয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই মেলা থেকে আরও বড় ধরনের শিল্প উদ্যোক্তা বেরিয়ে আসবে। যারা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারবে। ফরিদপুর যাতে শিল্প উন্নত জেলা হতে পারে সেজন্য সবাইকে কাজ করতে হবে। এই মেলাতে যে সমস্ত পণ্য বিক্রি হবে তা দেশীয় তৈরি। দেশীয় পণ্য ব্যবহার করুন তাহলে দেশ উপকৃত হবে। দেশের টাকা দেশেই থাকবে।