কুমিলস্নার তিতাসে বাৎসরিক ওরশ মাহফিলে গিয়ে ওয়াজ মাহফিল নিয়ে বক্তব্য দেওয়ায় কলাকান্দি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ছাবিকুল ইসলামকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে উপজেলা বিএনপি। বৃহস্পতিবার দুপুরে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ওসমান গণি ভূঁইয়া ও সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূঁইয়ার যৌথ স্বাক্ষরিত চিঠিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।
জানা যায়, গত রবিবার দিবাগত রাতে উপজেলার কলাকান্দি ইউনিয়নে কাঁলাচান্দকান্দি গ্রামে বাৎসরিক ওরশ মাহফিলে ২ মিনিট ২৬ সেকেন্ড বক্তব্য দেন কলাকান্দি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ছাবিকুল ইসলাম। সোমবার সকালে উক্ত বক্তব্যের ১২ সেকেন্ড ভিডিও ক্লিপ ফেসবুকে ভাইরাল হয়। এরপর থেকে নেটিজেনরা বক্তব্যের বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় তুলে। বিষয়টি নিয়ে উপজেলার একাধিক স্থানে তৌহদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল হয়। পরে একই দিন রাতে উপজেলা বিএনপি ২৪ ঘন্টার মধ্যে উক্ত বক্তব্যের জবাব চেয়ে কারণ দর্শনো নোটিশ দেয়। মঙ্গলবার বিকালে ছাবিকুল ইসলাম উক্ত শোকজের জবাব জমা দেয়। এদিকে বৃহস্পতিবার দুপুরে উপজেলা বিএনপির এক জরুরী সভার মাধ্যমে ছাবিকুলকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেন।
ছাবিকুল ইসলামকে পাঠানো বহিষ্কারাদেশে লেখা ছিল, 'বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তিতাস উপজেলা শাখার অধীনস্থ কলাকান্দি ইউনিয়ন বিএনপি সদস্য সচিব দায়িত্বশীল পদে অসীম থেকে আপনি বিগত ২ ফেব্রম্নয়ারি তারিখে কলাকান্দি ইউনিয়নের হাড়াইরকান্দি গ্রামে বাৎসরিক ওরশ মাহফিলে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি ও আলেমদের শানে বেয়াদবিমূলক বক্তব্য প্রদান করেছেন। উক্ত বক্তব্য ফেইসবুকে ভাইরাল হয়েছে। ধর্মপ্রাণ মুসলমানগণ, ওলামায়ে কেরামগণ, মাদ্রাসার ছাত্র-জনতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কারের দাবীতে এবং আপনার এই বক্তব্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ার কারণে বক্তব্যের সুনির্দিষ্ট প্রমাণের আলোকে আপনাকে সদস্য সচিব ও দলের সকল প্রকার সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হইল।'
উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, দলীয় সিদ্ধান্ত মোতাবেক এই বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে।