ময়মনসিংহে তরুণদের মাঝে টেকসই উন্নয়ন (এসডিজি) এর অভিষ্ট সমূহের ধারণা উপস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) এর সেমিনার কক্ষে বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় বিভাগীয় প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান হয়।
ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ। মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. এম. জি. মোস্তফা আমিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেছেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ আলী হায়দার ভূঁইয়া।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন বাংলাদেশ বিনির্মানে এসডিজি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই তরুণ সমাজকে টেকসই উন্নয়নের অভিষ্টসমূহের ধারণা প্রদান করে তাদের এ কার্যক্রমের সঙ্গে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।